আলাপ:লেটুস

সাম্প্রতিক মন্তব্য: মোহাম্মদ হাসানুর রশিদ কর্তৃক ১১ মাস আগে "পর্যালোচনা" অনুচ্ছেদে

পর্যালোচনা সম্পাদনা

সুপ্রিয় @রামিশা তাবাস্সুম, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে ধন্যবাদ। আপনার অনুবাদ মোটামুটি ভালো হয়েছে। তবে বাক্যগঠনে আরও কিছুটা প্রাঞ্জলতা ও সাবলীলতা প্রয়োজন। কিছু অংশ বাদ পড়েছে। যেমন- শীর্ষ অনুচ্ছেদের তথ্যছক বাদ পড়েছে, বিভিন্ন জাতের লেটুস উপশিরোনামের বাটারহেড বুলেটটির অনুবাদ সম্পূর্ণ হয়নি, পুষ্টি উপাদান অনুচ্ছেদে একটি তথ্যছক বাদ পড়েছে। তাছাড়া দৈনিক চাহিদার ২০% বা বেশি ভিটামিন কে, দৈনিক চাহিদার ৯৭% ভিটামিন এ এবং দৈনিক চাহিদার ২১ %) (টেবিল প্রোভিটামিন এ এর উচ্চতর ঘনত্বসহ যৌগ,— বাক্যটি বোধগম্য হচ্ছে না, সাবলীল করে লিখুন। পুরো নিবন্ধটি গুছিয়ে লিখুন। ৩ দিনের মধ্যে সংশোধন সম্পন্ন করে আমাকে জানাবেন। –– মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ০০:০৬, ৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আমি জানাতে ভুলে গিয়েছিলাম। সংশোধন করেছি। একটু সময়করে দেখে নিবেন। রামিশা তাবাস্সুম (আলাপ) ১৬:১২, ১৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@রামিশা তাবাস্সুম, লেটুস ৬.০ এবং ৬.৮ পিএইচ এর আলগা, নাইট্রোজেন সমৃদ্ধ মাটিতে পূর্ণ রোদে সবচেয়ে ভাল জন্মে।—বাক্যটির প্রথমদিকটা অস্পষ্ট, স্পষ্ট করে লিখুন। স্টেম লেটুস, ব্যাপকভাবে চীনে খাওয়া হয়, কাঁচা বা রান্না করে খাওয়া হয়, রান্নায় প্রাথমিকভাবে স্যুপ ও স্টিয়ার-ফ্রাইতে।—বাক্যটি গুছিয়ে লিখুন। চাষের সমস্যা উপশিরোনামের চিত্রটির ক্যাপশন সম্পূর্ণ অনুবাদ করা হয়নি। খাদ্যজনিত অসুস্থতা অনুচ্ছেদটির সম্পূর্ণ অনুবাদ হয়নি এবং পুষ্টি উপাদান অনুচ্ছেদটির তথ্যছক অনুবাদ করুন। যেহেতু পূর্বে সংশোধনীর জন্য সময় দেওয়া হয়েছে তাই এখন নতুন করে আর সময় দেওয়া হচ্ছে না। সংশোধনী কিন্তু বার্তা পাওয়ার দিনের মধ্যেই সম্পন্ন করতে হবে। –– মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ০৫:২৩, ৩ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"লেটুস" পাতায় ফেরত যান।