আলাপ:রাজা নবকৃষ্ণ স্ট্রিট

সাম্প্রতিক মন্তব্য: Bellayet কর্তৃক ১৬ বছর পূর্বে

নিবন্ধের বিষয়ের উল্লেখযোগ্যতা প্রমাণের জন্য আরও তথ্য এবং নির্ভরযোগ্য তথ্যসূত্রের প্রয়োজন। দয়াকরে নিবন্ধে তথ্য যোগ করে নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণে সাহায্য করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১২:৪৬, ১৩ নভেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

রাস্তাটির উল্লেখযোগ্যতার ব্যাপারে তথ্যসূত্র যোগ করার অনুরোধ জানাচ্ছি। "এই রাস্তাটি কলকাতা শহরের খুবই গুরুত্তপূর্ণ রাস্তা" - এরকম কথা অনেকটা অরিজিনাল রিসার্চে পর্যবসিত হয়ে যাচ্ছে ... এতো গুরুত্বপূর্ণ রাস্তাটির উপরে কি পত্রপত্রিকা বা বইপত্রে একেবারেই লেখা হয়নি? খেয়াল করুন, পত্রিকার রেফারেন্স মানে কিন্তু এই না যে, এই রাস্তার অমুক বাড়িতে এই অনুষ্ঠান সংঘটিত হচ্ছে-এরকম সংবাদে কিন্তু রাস্তাটির উল্লেখযোগ্যতা প্রমাণ হয় না। --রাগিব (আলাপ | অবদান) ০৮:৪৫, ১৬ নভেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন


মজার ব্যাপার হচ্ছে আজ সকালেই আমি অফিস আসার সময়ে এই রাস্তা দিয়ে এসেছি । মনে হয় ব্যবহারকারী এই অঞ্চলের বাসিন্দা তাই তিনি নিজের ব্যক্তিগত জানা থেকে এইগুলি লিখেছেন । এবং কোনো রেফারেন্স দেবার প্রয়োজন বোধ করেননি । তবে সত্যিই এটি পুরোনো কলকাতার একটি খুবই গুরত্বপূর্ণ রাস্তা ছিল । কিছু তথ্যের রেফারেন্স খুব সহজেই দেওয়া যাবে । যেমন জয়পুরিয়া কলেজের অবস্থান বা শোভাবাজার রাজবাড়ির অবস্থান । আমি সময় পেলেই খুঁজে দেখব । তবে প্রবন্ধটি একেবারে মুছে ফেলা ভুল হবে । কেবল বিতর্কিত অপ্রয়োজনীয় কথাগুলি মোছা যেতে পারে । শোভাবাজার রাজবাড়িতে বিবেকানন্দ বিলেত থেকে ফেরার পর তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছিল । এরকম আরো বহু ঘটনা জড়িয়ে আছে এই রাস্তার সাথে । আমি রেফারেন্স পাবার সাথে সাথে লিখে দেবো । পিয়াল ০৫:৪২, ৩০ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

আসলে আমাদের এমন একজনকে দরকার ছিলে যার এ রাস্তাটি সম্পর্কে জানা শোনা আছে, এর জন্য নিবন্ধটি উল্লেখযোগ্যতা ট্যাগ দিয়ে রেখে দেওয়া হয়েছে। আমাদের পক্ষে এ রাস্তাটি সম্পর্কে জানা বা রেফারেন্স দেওয়া একটু কষ্টকর। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১২:০৭, ৩০ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
"রাজা নবকৃষ্ণ স্ট্রিট" পাতায় ফেরত যান।