আলাপ:বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

সাম্প্রতিক মন্তব্য: Ragib কর্তৃক ১৩ বছর পূর্বে "১৩৬৬" অনুচ্ছেদে

ব্যারাকপুরের ঘাটশিলায় সম্পাদনা

ব্যারাকপুরের ঘাটশিলায় না বিহারের(বর্তমানে ঝাড়খন্ড) ঘাটশিলায় হবে????? জয়ন্ত নাথ ০৬:৩৪, ১৭ মার্চ ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

ইংরেজি উইকিপিডিয়াতে শুধু ঘাটশিলা লেখা। আর বাংলাপিডিয়াতে লেখা ব্যারাকপুরের ঘাটশিলা। ব্যারাকপুরে ঘাটশিলা নামে কোন জায়গা না থাকলে ব্যারাকপুরটি কেটে দিন। আর অন্য কারও লেখা সম্পাদনা করতে কোন বাঁধা তো নেই। পরিবর্তন করার আগে শুধু আলোচনা করে নিতে হয়। আপনি এখানে আলোচনা করেছেন। আমি উত্তর দিলাম। এভাবে আগে আলোচনা করুন, যিনি লিখেছেন তিনি তার উত্তর দিবেন। আর প্রাণ খুলে উইকি এডিটিং চালিয়ে যান। -- মুহাম্মদ ১০:৫০, ১৬ এপ্রিল ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

মৃত্যু সম্পাদনা

এই মহান কথাসাহিত্যিক ১৯৫০ খ্রিস্টাব্দের জানুয়ারি ১ তারিখে ব্যারাকপুরের ঘাটশিলায় মৃত্যুবরণ করেন ওবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১২ই সেপ্টেম্বর, ১৮৯৪ - ১লা নভেম্বর, ১৯৫০) একজন বাঙালি কথাসাহিত্যিক। কোনটি সঠিক????? জয়ন্ত নাথ ০৪:৩৮, ১৬ এপ্রিল ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

ইংরেজি উইকিতে ১লা নভেম্বর আছে। এটাই ঠিক হবে। -- মুহাম্মদ ০৭:০১, ১৬ এপ্রিল ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
ইংরেজি উইকিপেডিয়াতে আছে বলে ঠিক হবে এমনটা নয়। অন্য কোন উৎসে খুজে নিলেই ভাল হয়। আমি উৎস খুজে দিচ্ছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:১০, ১৬ এপ্রিল ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র বা উৎস সম্পাদনা

পুরো নিবন্ধটি তথ্যসূত্র ছাড়াই লেখা হয়েছে। লেখক কে অনুরোধ করছি তথ্যসূত্র দিন। জয়ন্ত নাথ ০৭:৫১, ১৬ এপ্রিল ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

বাংলাপিডিয়া থেকে তথ্য নিয়ে আমি লিখেছিলাম এটা। তথ্যসূত্র দিয়েছি। -- মুহাম্মদ ১০:৫০, ১৬ এপ্রিল ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
হ্যা বাংলাপিডিয়ায় [১]ব্যারাকপুরের ঘাটশিলায় লেখা আছে। বাংলাপিডিয়ায় তথ্যটি ভুল আছে। কারন ব্যারাকপুরে ঘাটশিলা নামে কোন জায়গা নেই। কারন ব্যারাকপুর পশ্চিমবঙ্গের একটি শহর। আর ঘাটশিলা বিহারের(বর্তমানে ঝাড়খন্ড) এর একটি শহর। জয়ন্ত নাথ ১১:৩১, ১৬ এপ্রিল ২০০৮ (ইউটিসি)উত্তর দিন


কিছু তথ্য সম্পাদনা

'বিভূতিভূষণের জন্ম হয় তাঁর মাতুলালয় কাঁচড়াপাড়ার সমীপবর্তী ঘোষপাড়া-মুরাতিপুর গ্রামে। জন্মতারিখ ২৮ ভাদ্র, ১৩০১ (ইং ১২ সেপ্টেম্বর, ১৮৯৪)। তাঁর পৈতৃক নিবাস যশোহর জেলার (বর্তমান ২৪ পরগণা জেলার) অন্তভুর্ক্ত বনগ্রাম মহকুমায় অবস্থিত ইচ্ছামতী নদীতীরস্থ ব্যারাকপুর গ্রাম।

...বঙ্গাব্দ ১৩৫৭-র ১৫ কার্তিক তারিখে (ইং ১ নভেম্বর, ১৯৫০) ঘাটশিলায় স্বগৃহে রাত্রি ৮টা ১৫ মিনিটের সসময় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৬ বৎসর।'


এই লাইনগুলো নিয়েছি অনুভব প্রকাশন থেকে প্রকাশিত পথের পাঁচালী বইয়ের ভূমিকা থেকে। ভূমিকাটি লিখেছেন জিতেন্দ্রনাথ চক্রবর্তী। ভূমিকার নিচে তিনি আবার লিখে দিয়েছেন-

'*কৃতজ্ঞচিত্তে স্বীকার করছি যে এই ভূমিকা রচনায় আমি নিম্নলিখিত গ্রন্থ-প্রবন্ধাদি থেকে প্রভূত পরিমাণে সাহায্য পেয়েছি। শ্রীচণ্ডীদাস চট্টোপাধ্যায় রচিত বিভূতিভূষণ (সংক্ষিপ্ত জীবনী) ও 'গ্রন্থ পরিচয়' (বিভূতি রচনাবলী ১ম খণ্ডের অন্তর্ভুক্ত): অধ্যাপক শ্রীগোপিকানাথ রায়চৌধুরী রচিত 'বিভুতিভূষণ ঃ মন ও শিল্প'; অধ্যাপক শ্রীচিত্তরঞ্জন ঘোষ রচিত 'বিভূতিভূষণ'; অধ্যাপক শ্রীসুনীলকুমার চট্টোপাধ্যায় রচিত 'বিভূতিভূষণ ঃ জীবন ও সাহিত্য'। সুতরাং বিভূতিভূষণের জন্ম ও মৃত্যু সম্পর্কে কোনো সিদ্ধান্তে উপর্যুক্ত লাইনগুলো সহায়তা করতে পারে।

২. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের নামে কয়েকটি ভুক্তি আছে। শুদ্ধ নাম এটি। সুতরাং বাকি ভুক্তিগুলো বাদ দেওয়া যেতে পারে। - গৌতম


আরেকটি বিষয়। এই নিবন্ধের শেষ দিকে বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের একটি বইয়ের ছবি ও তাঁর সাহিত্যকর্মের তালিকা দেওয়া আছে। কিন্তু পুরোটাই আছে লম্বালম্বিভাবে, যা বিশ্রি দেখাচ্ছে। এটিকে কীভাবে ঠিক করা যায়। উপায়টা যদি কেউ বলে দিতেন, উপকৃত হতাম। --গৌতম ১৪:৪৮, ২১ ফেব্রুয়ারি ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী সংক্রান্ত একটি ভাল বই হল পথের কবি। বইটি কিশলয় ঠাকুরের লেখা এবং আনন্দ পাবলিশার্স প্রকাশিত। উৎসাহী অবদানকারীরা বইটি পড়ে দেখতে পারেন। এছাড়া ১৯৯৪ সালে দেশ পত্রিকা বিভূতি জন্মশতবার্ষিকী সংখ্যা ছেপেছিলেন। সেই বইতে বিস্তারিত রচনাপঞ্জি পাওয়া যাবে। বইটি কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানে এখনো পাওয়া যেতে পারে। --অর্ণব দত্ত ১৫:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

১৩৬৬ সম্পাদনা

A lot of the published works show a date of ১৩৬৬, which I believe is 1366.
Is there a mistake in the dating?
Thanks, Varlaam (আলাপ) ২০:০১, ১৯ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

No, that refers to the Bengali calendar year 1366. Which corresponds to the Gregorian calendar year of 1958/59. --রাগিব (আলাপ | অবদান) ২০:০৬, ১৯ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন
"বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়" পাতায় ফেরত যান।