আলাপ:ফুটবল ক্লাব বার্সেলোনা

সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১১ বছর পূর্বে "ব্যবহারকারী Musabbir-এর বড় ধরণের সম্পাদনা/অপসারণ" অনুচ্ছেদে
Good article ফুটবল ক্লাব বার্সেলোনা নিবন্ধটি ক্রীড়া এবং বিনোদন ভালো নিবন্ধের জন্য মনোনীত হয়েছিল; কিন্তু সে সময়ে এটি ভালো নিবন্ধের মানদণ্ড সম্পূর্ণরূপে পূরণ করতে পারে নি। নিচে নিবন্ধটির উন্নয়নের ব্যাপারে কিছু পরামর্শ থাকতে পারে। এসব সমস্যা নিরসন হলে নিবন্ধটি পুনঃমনোয়ন করা যেতে পারে। সম্পাদক যদি মনে করেন যে নিবন্ধটি সঠিকভাবে মূল্যায়িত হয়নি, তবে তিনি পুনর্মূল্যায়নের আবেদন করতে পারেন।
অক্টোবর ৬, ২০২০ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত নয়



বর্তমান দল

সম্পাদনা

প্রত্যেক মউসুমেই খেলোয়াড়দের দল বদল হয়ে থাকে। তাই পাতাটির বর্তমান দল এর তালিকাটি আপডেটেড থাকা দরকার। এক্ষেত্রে বার্সেলোনা ক্লাবের ভক্তরা যদি নিয়মিত পাতাটি নজরে রাখতেন তাহলে ভালো হতো। --আসিফ(আলাপ | অবদান)ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)

ব্যবহারকারী Musabbir-এর বড় ধরণের সম্পাদনা/অপসারণ

সম্পাদনা

ব্যবহারকারী মুসাব্বির কর্তৃক সাম্প্রতিক সম্পাদনাগুলো পুরোপুরি গ্রহণযোগ্য নয়। তিনি, নিবন্ধের অনেক তথ্যসূত্রসমেত তথ্য মুছে দিয়ে অল্প কিছু সংখ্যক তথ্য যোগ করেছেন। তবে সেখানেও তিনি ইনলাইন রেফারেন্স রেখেছেন একটি। তাই একেবারে মুছে ফেলতে পারছি না। নিবন্ধের উন্নয়নে, নিবন্ধের বিষয়শ্রেণীসহ আন্ত-উইকিসংযোগ মুছে অগ্রসর হবার পদ্ধতিটা কেন তিনি অবলম্বন করলেন, তার ব্যাখ্যা প্রয়োজন। আমি আশা করবো, নিবন্ধে দৃশ্যত-ধ্বংসাত্মক উন্নয়ন (?) কাম্য নয়, এটা বুঝে নিয়ে তিনি কোডগুলো আগের মতো যথাযথ রেখে নিবন্ধের গঠনমূলক উন্নয়ন করবেন। এব্যাপারে তাঁর বক্তব্য কাম্য। যদি নিবন্ধকে বর্তমান অবস্থায় চালিয়ে নেয়ার প্রশ্ন আসে, তাহলে তা পূর্বতন এই সংস্করণে ফেরত নেয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৮:৩১, ১৮ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আলাপ:ফুটবল ক্লাব বার্সেলোনা/ভাল নিবন্ধ১

"ফুটবল ক্লাব বার্সেলোনা" পাতায় ফেরত যান।