আলাপ:নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী

সাম্প্রতিক মন্তব্য: Farhansnigdho কর্তৃক ২ মাস আগে "নিবন্ধের শিরোনাম ২০২৪" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প বাংলাদেশ
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 
উইকিপ্রকল্প রাজশাহী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প রাজশাহীর অংশ, যা উইকিপিডিয়ায় রাজশাহী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

নিবন্ধের নাম

সম্পাদনা

এই নিবন্ধের আরো একটি নিবন্ধ রয়েছে রাজশাহী নিউ ডিগ্রী কলেজ নামে। ইয়াহিয়া (আলাপ) ১৭:৪৭, ২১ অক্টোবর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

সেক্ষেত্রে নিবন্ধটিতে একটি একীকরণ ট্যাগ জুড়ে দিয়েছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:০১, ২৬ অক্টোবর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধের নাম ‘নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী’ হওয়া বেশি যুক্তিযুক্ত কারণ কলেজের ওয়েবসাইট ও লোগো সেদিকেই নির্দেশ করছে এবং এধরনের নামের প্রচলন উইকিপিডিয়াতেও আছে। উদাহরণ: গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকাতানভির১৭:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
এই মাত্র দেখলাম কলেজের গেটের ছবিতে ‘রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ’ লেখা। এবার আমি কনফিউজড! :-/ — তানভির১৭:০৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
আমি বর্তমানে নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী এর ছাত্রী। দাপ্তরিক বিভিন্ন কাজে এই কলেজ এর নাম নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী হিসেবে ব্যবহৃত হয়। এবং সম্প্রতি অধ্যক্ষ স্যার নামের বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কলেজ এর নতুন ওয়েবসাইটে আপনারা নির্ভরযোগ্য সূত্র হিসেবে এই নাম দেখতে পারেন। আপনারা নির্দিধায় একে নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী শিরোনামে স্থানান্তর করতে পারেন। --নাজরিন সুলতানা (মনি) (আলাপ) ১৪:০১, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
মনি, আপনার দেওয়া লিংকটি কাজ করছে না। তবে আপনি যা বলেছেন তাতে (এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সরাসরি সংশ্লিষ্ট একজন হিসেবে) নিবন্ধটি ‘নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী’-এ সরানোই বেশি যুক্তিযুক্ত বলে আমার মনে হচ্ছে। — তানভির১৬:১২, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের শিরোনাম ২০২৪

সম্পাদনা

এই নিবন্ধের নাম 'নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহী' নামে স্থানান্তর করা যুক্তিযুক্ত হবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট, লোগো ও প্রধান গেটসহ সকল নথিপত্রে প্রস্তাবিত নামটিই ব্যবহৃত হয়।

~ Farhan Snigdho (বার্তা) ১২:৩৮, ১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী" পাতায় ফেরত যান।