আলাপ:কামাল চৌধুরী

সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১২ বছর পূর্বে "উল্লেখযোগ্যতা" অনুচ্ছেদে

উল্লেখযোগ্যতা

সম্পাদনা

বাংলাদেশ সরকারের শিক্ষা সচিব এবং সত্তরের দশকের একজন কবি হিসেবে তাঁর উল্লেখযোগ্যতা প্রামাণিক নয়। এখানেই রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ তসলিমা নাসরিন সহ সমসাময়িক কবিদের সঙ্গে ঘনিষ্ঠতা -এগুলোও তাঁকে উল্লেখযোগ্য করে না। নৃবিজ্ঞানে পিএইচ, ডি। পি এইচ, ডি গবেষণা করেছেন 'গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা' নিয়ে। -এগুলোও উল্লেখযোগ্য করে না। রুদ্র পদক, সৌহার্দ্য সম্মাননা(পশ্চিমবঙ্গ), কবিতালাপ সাহিত্য পুরুস্কার, জীবনানন্দ পুরুস্কার, সিটি- আনান্দ আলো সাহিত্য পুরুস্কার, দরিয়ানগর কবিতা সম্মাননা -অনেক পুরস্কার, নিঃসন্দেহে, কিন্তু তবু উল্লেখযোগ্য কোনো পুরস্কার নেই। তাছাড়া নিবন্ধে নেই কোনো তথ্যসূত্র যে, নিবন্ধটা যাচাই করা যায়। নিবন্ধটিকে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) অনুসারে উল্লেখযোগ্য প্রমাণ করার অনুরোধ করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১১:১২, ২৩ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

"কামাল চৌধুরী" পাতায় ফেরত যান।