AstroWizard

৮ অক্টোবর ২০২১ তারিখে যোগ দিয়েছেন

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Yahya (আলোচনা | অবদান) কর্তৃক ১১:২৫, ২৬ অক্টোবর ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎নিবন্ধের মালিকানা)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।


সাম্প্রতিক মন্তব্য: Yahya কর্তৃক ২ বছর পূর্বে "নিবন্ধের মালিকানা" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম

কিছু পরামর্শ

প্রিয় ওহিদ ভাই!! আপনার সম্পাদনা গুলো ঠিক আছে। কিন্তু আপনি আন্তঃ উইকিতে নিবন্ধ যোগ করছেন না। জেলিমখান ইয়ান্দার্বিয়েভ এই নিবন্ধে রেফারেন্স যুক্ত করেননি। এছাড়াও নিবন্ধের মধ্যে উইকিপাতা লিঙ্ক করছেন না, বিষয়শ্রেণী যুক্ত করছেন না। আপনার সম্পাদনা দেখে বুঝা যায়, আপনি উইকিপিডিয়ার কর্মকাণ্ড সম্পর্কে মোটামুটি অভিজ্ঞ (ব্যবহারকারী পাতায় দাবীও করেছেন এমনটা)। তাই বলছিলাম উপরোক্ত কাজ গুলোর দিকে লক্ষ্য রাখুন। এইগুলো করুন। আর আমার কোন সাহায্য লাগলে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৩:৪৪, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Prodipto Deloar: ধন্যবাদ! ভাইয়া, আমাকে পরামর্শ দেওয়ার জন্য। আমি এগুলো এখন থেকে খেয়াল রাখবো। আসলে ভুলে গিয়েছিলাম আন্তঃভাষার সংযোগ করতে। ~ ওহিদ (আলাপ) ০৪:০৮, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আইপি ব্যবহারকারীদের বার্তা প্রদান সম্পর্কে

সুধী, আইপি ব্যবহারকারীদের সতর্কবার্তা প্রদান করার প্রয়োজন নেই অধিকাংশ আইপি গুলো হচ্ছে মোবাইল/পরিবর্তনশীল আইপি যেগুলো কিছুক্ষণ পরপর পরিবর্তন হয় কাজেই আপনি যাকে বার্তা প্রদান করছেন বেশিরভাগ ক্ষেত্রেই তিনি সেই বার্তা পাবেন না এবং এটা একরকম সময়ের অপচয়ই বটে। আপনার উইকিযাত্রা শুভ হোক —শাকিল (আলাপ · অবদান) ১৫:১৭, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@MdsShakil: ধন্যবাদ! ভাইয়া, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। ~ ওহিদ (আলাপ) ১৫:২৫, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের মালিকানা

আমি দেখতে পাচ্ছি, আপনি @Owais Al Qarni: এর একটি উপপাতা- ব্যবহারকারী:Owais Al Qarni/আ ফ ম খালিদ হোসেন থেকে হুবুহু অনুলিপি প্রতিলিপি করে একটি নিবন্ধ তৈরি করেছেন। অথচ, মূল প্রণেতাকে ক্রেডিট দেন নি। আপনার উচিত ছিলো, প্রথমে প্রণেতাকে বার্তা দেয়া। এরপর তিনি সাড়া না দিলে পাতাটি স্থানান্তর করে মূল নামস্থানে আনা যেতো। কিন্তু কোনোভাবেই কপি-পেস্ট করা উচিত হয়নি। ভবিষ্যতে সতর্ক থাকার অনুরোধ করা হলো। @আফতাবুজ্জামান এবং Al Riaz Uddin Ripon: প্রশাসকদ্বয়ের একজনকে পাতাটি অপসারণ করে দিয়ে মূল প্রণেতার উপপাতাকে মূল নামস্থানে স্থানান্তর করার অনুরোধ করছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১০:৫৯, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Yahya: আমি এটি ইচ্ছা করে - জেনে বুঝে করেছি, যখন দেখলাম, আফতাবুজ্জামান ভাই ওনার আলাপ পাতায় সতর্কবাতা দিয়েছেন এবং এর আগেও তিনি নিজের উপ-পাতায় এটি পুনর্নির্দেশ করেছে (যা অন্য ব্যবহারকারী আগে এটি তৈরি করেছিল; ভালোভাবে)। তাই আমি এই কাজটি করি আর এমনিতেও তিনি তিন-মাসের অধিক সময় ধরে সেখানে কোন সম্পাদনা রাখেননি। ~ ওহিদ (আলাপ) ১১:০৭, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
নিজের তৈরি হলেও আলোচনা ও যৌক্তিক কারণ উল্লেখ ছাড়াই একটা নিবন্ধ নিজের উপপাতায় নিয়ে ওয়াইস ভাই অবশ্যই ভুল করেছে। আবার অনুলিপি-প্রতিলিপি করে স্থানান্তরও উইকিপিডিয়ার গ্রহণযোগ্য পদ্ধতি নয়। কারণ এতে পাতার ইতিহাস নষ্ট হয়ে যায়। স্থানান্তর করে আনলে ইতিহাস বজায় থাকতো। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:২৫, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
যদিও উল্লেখযোগ্যতা নিয়ে আমার দ্বিধা আছে। তবে তা পরে অপসারণ প্রস্তাবনার মাধ্যমে সমাধান করা যাবে। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:০১, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে আমার কোন অসুবিধা নেই ~ ওহিদ (আলাপ) ১১:০৮, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন