উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ফাইল স্থানান্তরকারী

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Yahya (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৩৮, ১৬ আগস্ট ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ফাইল স্থানান্তরকারী

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)

Hirok Raja

  • অনুরোধের অবস্থা:    সফল

নিবন্ধ স্থানান্তরের পর (এটি আমার খুবই সাধারণ কাজ) ক্ষেত্রবিশেষে সংশ্লিষ্ট চিত্র/চিত্রগুলোকে ও স্থানান্তরের প্রয়োজন পড়ে, অধিকারটি পেলে কাজটি করা সহজতর হবে। আমি ফাইল স্থানান্তর সংশ্লিষ্ট নীতিমালাটি ভালো করে পড়েছি। উল্লেখ্য নিরীক্ষক অধিকারের সঙ্গে সংযুক্ত পাতা স্থানান্তর অধিকারটিও আমার বর্তমান রয়েছে। এছাড়া আমার অ্যাকাউন্টে রোলব্যাক, আইপি বাধা রহিত ও স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারগুলোও যুক্ত রয়েছে। হীরক রাজা   ১১:৫৮, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছেআল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:২৯, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Yahya

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

পাতা স্থানান্তর পরবর্তী পরিষ্করণ কাজে অনেক সময় ফাইল স্থানান্তর প্রয়োজন হয়। এছাড়া অনেক সময় নিজের আপলোড করা চিত্রের ভুল হয়ে যায়। তাই আমার এই অধিকার প্রয়োজন। কমন্সে আমার ফাইল স্থানান্তরকারী অধিকার আছে৷ সুতরাং, এসংক্রান্ত নীতিমালা সম্পর্কে আমার ভালো ধারণা আছে। উল্লেখ্য, আগেও একবার আবেদন করে ব্যক্তিগত ব্যস্ততায় উইকিতে সময় না দিতে পারায় প্রত্যাহার করেছিলাম। ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:৩৮, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]