মুলাটোল মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা

রংপুর জেলার কামিল মাদরাসা

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা মো. মাহমুদুল আলম (আলোচনা | অবদান) কর্তৃক ১৭:১৪, ১৮ জুন ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (নতুন নিবন্ধ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, রংপুর রংপুর বিভাগের রংপুর জেলার একটি আলিয়া মাদ্রাসা।[১]

মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, রংপুর
ধরনমাদ্রাসা
স্থাপিত১ জানুয়ারি ১৯৬০; ৬৪ বছর আগে (1960-01-01)
প্রতিষ্ঠাতাআব্দুল হাকিম
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান)
অধ্যক্ষহাফিদুল ইসলাম নুরী (ভারপ্রাপ্ত)
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৩২ জন
শিক্ষার্থী১২০০
ঠিকানা
মুলাটোল, রংপুর
, ,
বাংলাদেশ
mpompo no = 9104012302
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস

মাদরাসাটি ১-১-১৯৬০ সালে শুরু হয়। পরে ০১-জানুয়ারি-১৯৭৬ সালে দাখিল, ০১-জুলাই-১৯৭৭ সালে আলিম খোলার অনুমতি পায়। পরে মাদরাসাটি ফাযিল ও কামিল হাদীস বিভাগ খোলে। এ মাদরাসাটি মাওলানা আব্দুল হাকিম এর নেতৃত্বে রংপুরের কয়েকজন ব্যবসায়ী প্রতিষ্ঠা করে। সর্বপ্রথম সুপারের দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুর রহি[২]ম।

পোশাক

ছেলেদের শিশু থেকে দাখিল পর্যন্ত সাদা পায়জামা, পেস্ট কালারের পাঞ্জাবি এবং সাদা টুপি। আর মেয়েদের জন্য সাদা পায়জামা, পেস্ট কালারের বোরখা বা ফোরক এবং সাদা ওড়না।

ফলাফল

২০১৯ সালে জেডেসিতে ১০০%, দাখিলে ১০০% এবং আলেমে প্রায় ৮৯% পাশ করে এবং ২০২০ সালে দাখিলে প্রায় ৮৬% এবং আলিমে ১০০% পাম করে।[৩]

জমি

মাদরাসায় মোট জমি ৮২ শতাংশ। এর মধ্যে ৪২ শতকে মূল ক্যাম্পস রয়েছে।

অবকাটামো

এখানে ৩টি ভবন আছে। একটি চারতলা এবং বাকি দুটো ৩ তলা। এতে রয়েছে অফিস কক্ষ ২টি, শ্রেনি কক্ষ ২৪টি, বিজ্ঞানাগার ১টি, লাইব্রেরী ১টি, শিক্ষক মিলনায়তন ১টি, কম্পিটার ল্যাব ১টি, ছাত্রী কমরুম ১টি।[৪]

তথ্যসূত্র

  1. "রংপুর জেলা" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৮ 
  2. "MULATOL MADINATUL UL. FAZIL MADRASAH"127454.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৮ 
  3. "MULATOL MADINATUL UL. FAZIL MADRASAH"127454.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৮ 
  4. "MULATOL MADINATUL UL. FAZIL MADRASAH"127454.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৮ 

বহিঃসংযোগ