.এনও

নরওয়ের এর জন্য ইন্টারনেট টপ লেভেল ডোমেইন

.এনও নরওয়ের এর জন্য রাষ্ট্রীয় সংকেত ও ইন্টারনেট প্রদত্ত ডোমেইন সাফিক্স। নোরিড হল ডোমেইন নাম নিবন্ধীকরণ সংস্থা, যা ট্রোন্ডহাইমে অবস্থিত সরকারি ইউনিনেট প্রতিষ্ঠানের মাধ্যমে ও নরওয়েজীয় ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হয়। ১০ মে ২০১৩ এর পরিসংখ্যান অনুসারে ৫৮৩,৯৬২ জন নিবন্ধিত .এনও ডোমেইন রয়েছে। বর্তমানে নরওয়ের প্রতি প্রতিষ্ঠানগুলো ব্রনয়সান্ড নিবন্ধন কেন্দ্রের মাধ্যমে সর্বোচ্চ ১০০ ডোমেইন নিবন্ধন করতে পারবে। নরওয়েতে বসবাসকারী অধিবাসীরা দ্বিতীয়ে স্তরের ডোমেউন priv.no নিবন্ধন করতে পারে এবং ১৭ জুন ২০১৪ থেকে .no ডোমেইন নিবন্ধনের জন্যও উপযুক্ত। [২]

.এনও
প্রস্তাবিত হয়েছে১৯৮৩
টিএলডি ধরনকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিনোরিড
প্রস্তাবের উত্থাপকনোরিড
বর্তমান ব্যবহারনরওয়েতে বেশ জনপ্রিয়
নিবন্ধকৃত ডোমেইনসমূহ৫৮৩,৯৬২ (মে ২০১৩)[১]
নিবন্ধনের সীমাবদ্ধতানরওয়েতে যেকোন ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের নিবন্ধনের জন্য উন্মুক্ত; সাবডোমেইনের ক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে, প্রতি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ দ্বিতীয় স্তরের নিবন্ধন গ্রহণযোগ্য;
কাঠামোRegistrations can be made at the second level, or at third level beneath various geographic and generic second-level names
নথিপত্র.এনও ডোমেইন নাম নীতিমালা
বিতর্ক নীতিমালাঅভিযোগ দাখিল পদ্ধতি
ওয়েবসাইটনোরিড
ডিএনএসসেকহ্যাঁ

দ্বিতীয় স্তরের ডোমেইন সম্পাদনা

দ্বিতীয় স্তরের বিশেষ ডোমেইনের তালিকা [৩][৪]
ডোমেইন সীমাবদ্ধতা ব্যবস্থাপক
dep.no নরওয়ে সরকার সরকারি প্রশাসনিক সেবা
fhs.no গ্রামীণ উচ্চ বিদ্যালয় সমূহ নোরিড
folkebibl.no পৌর গ্রন্থাগার সমূহ নোরিড
fylkesbibl.no কাউন্টি গ্রন্থাগার সমূহ নোরিড
gs.[county].no প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সমূহ নোরিড
herad.no পৌরসভাসমূহ নরওয়েজীয় স্থানীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষ এসোসিয়েশন
idrett.no ক্রীড়া প্রতিষ্ঠানসমূহ নোরিড
kommune.no পৌরসভাসমূহ নরওয়েজীয় স্থানীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষ এসোসিয়েশন
mil.no নরওয়েজীয় সামরিক বাহিনী নরওয়েজীয় সামরিক বাহিনী
museum.no জাদুঘর সমূহ নোরিড
uenorge.no যুব ও ছাত্রদের প্রতিষ্ঠানসমূহ নোরিড
priv.no ব্যক্তিগত নোরিড
stat.no নরওয়ে সরকার সরকারি প্রশাসনিক সেবা
vgs.no উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয় সমূহ নোরিড

তথ্যসূত্র সম্পাদনা

  1. নোরিড"Key figures"। ৪ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৩ 
  2. "সবার জন্য .no ডোমেইন" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ মে ২০১৯ তারিখে. নোরিড. ৬ জুন ২০১৪. Retrieved ২২ জুন ২০১৪.
  3. "Domain name Policy for .no"Norid। ২০১২-১০-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১২ 
  4. "Appendix D: Category second-level domains managed by parties other than Norid"Norid। ২০১২-১১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১২ 

গ্রন্থপঞ্জি সম্পাদনা

  • ".no eller aldri..." (পিডিএফ) (Norwegian ভাষায়)। নরওয়েজীয় ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষ। ২১ মার্চ ২০০২। ২৪ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১২