নোরিড
ইউনিনেট নোরিড এএস , বাণিজ্যিক ভাবে নোরিড, নরওয়ের উচ্চ-স্তরের তিনটি ডোমেইন .এনও, .এসজে ও .বিভি নিবন্ধনকারী সংস্থা। ট্রোন্ডহাইম শহরে এ অলাভজনক প্রতিষ্ঠানটি অবস্থিত।
ধরন | অধীনস্থ সহায়ক সংস্থা |
---|---|
শিল্প | ডোমেইন নাম নিবন্ধীকরন |
সদরদপ্তর | , |
বাণিজ্য অঞ্চল | নরওয়ে |
পরিষেবাসমূহ | .এনও |
আয় | ২৩.১ মিলিয়ন নরওয়েজীয় ক্রোন (২০০৯) [১] |
৬.৬ মিলিয়ন নরওয়েজীয় ক্রোন(২০০৯) [১] | |
৪.৮ মিলিয়ন নরওয়েজীয় ক্রোন (২০০৯) [১] | |
মাতৃ-প্রতিষ্ঠান | ইউনিনেট |
ওয়েবসাইট | www.norid.no |
ইতিহাস
সম্পাদনা১৯৮৩ সালে নরওয়েজীয় টেলিযোগাযোগ প্রশাসনের গবেষণা প্রতিষ্ঠানে পল স্প্লিলিং কে .এনও ডোমেইন নিবন্ধনের দায়িত্ব দেয়া হয়। যদিও নীতিনির্ধারকরা চেয়েছিলেন , এটি পরিচালনার জন্য একটি অবাণিজ্যিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেবে, সে অনুযায়ী ১৭ মার্চ ১৯৮৭ [২] ইউনিনেট প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয় যেটি নরওয়েজীয় সরকারী বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে তথ্য প্রযুক্তি সেবা সরবরাহ করে থাকে। [৩] সে সময় ইউনিনেট, সিনটেফ (SINTEF) এর একটি শাখা হিসেবে পরিচালিত হতো, পরবর্তীতে ১৯৯৩ সালে নরওয়েজীয় শিক্ষা ও গবেষণা মন্ত্রনালয়ের অধীনে এটি লিমিটেড কোম্পানিতে রুপান্তরিত হয়। ১৯৯৬ সালে ইউনিটের একটি অংশ হিসেবে নোরিড প্রতিষ্ঠিত হয় ও একে .এনও ডোমেইন পরিচালনার ভার দেয়া হয়। [৩] ১৯৯৭ সালের ২১ আগস্ট, নোরিডকে নতুন ঘোষিত .এসজি ও .বিভি ডোমেইনের দায়িত্বও অর্পণ করা হয়। [৪][৫]
প্রতিষ্ঠান বিবরণী
সম্পাদনানীতিমালা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "Uninett Norid AS" (Norwegian ভাষায়)। Proff। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Delegation Record for .NO"। Internet Assigned Numbers Authority। ১৩ নভেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১০।
- ↑ ক খ Norwegian Post and Telecommunications Authority (2002): 25
- ↑ "Delegation Record for .SJ"। Internet Assigned Numbers Authority। ১৩ নভেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১০।
- ↑ "Delegation Record for .BV"। Internet Assigned Numbers Authority। ১৩ নভেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১০।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- ".no eller aldri..." (পিডিএফ) (Norwegian ভাষায়)। নরওয়েজীয় ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষ। ২১ মার্চ ২০০২। ২৪ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১২।