হুনজা জেলা (উর্দু: ضلع ہنزہ‎‎) উত্তর পাকিস্তানের গিলগিত-বালতিস্থান প্রদেশের একটি জেলা। এই অঞ্চলটির আরো কিছু প্রশাসনিক ইউনিট বাড়ানোর জন্য ২০১৫ সালে হুনজা-নগর জেলাকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। করিমাবাদ হচ্ছে জেলাটি প্রশাসনিক কেন্দ্র।[১]

হুনজা জেলা
Hunza District
জেলা
গিলগিত-বালতিস্তান তহসিলের অবস্থান অনুযায়ী মানচিত্র
গিলগিত-বালতিস্তান তহসিলের অবস্থান অনুযায়ী মানচিত্র
দেশপাকিস্তান
প্রশাসনিক অঞ্চলগিলগিত-বালতিস্তান
প্রতিষ্ঠাকালজুলাই ১, ১৯৭০
আয়তন
 • মোট৩৮,০০০ বর্গকিমি (১৫,০০০ বর্গমাইল)
জনসংখ্যা (১৯৯৮)
 • মোট২,৪৩,৩২৪
 • জনঘনত্ব৬.৪/বর্গকিমি (১৭/বর্গমাইল)
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)

ভৌগোলিক অবস্থার এবং ইতিহাস সম্পাদনা

হুনজা জেলা চীনের জিনজিয়াং প্রদেশের পার্শ্ববর্তী জেলার পাশাপাশি ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চলীয় অঞ্চলে অবস্থান করছে। এখানে ঐতিহাসিক কারাকোরাম পর্বত রয়েছে।

প্রশাসন সম্পাদনা

সহকারী কমিশনার সম্পাদনা

জেলাটি প্রশাসনিকভাবে একজন সহকারী-কমিশনার (ডিসি) এবং একজন সহকারী-অধস্তন কর্মকর্তা সার্বিকভাবে তত্ত্বাবধান করে থাকেন।

পুলিশ সম্পাদনা

পুলিশের সুপারিনটেনডেন্ট (এসপি) এর নির্দেশের মাধ্যমে হুনজা পুলিশ পরিচালিত হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dividing governance: Three new districts notified in G-B - The Express Tribune"The Express Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-১০ 

গ্রন্থপঞ্জি সম্পাদনা