শিবগামিইন সেলভান (তামিল: சிவகாமியின் செல்வன், অনুবাদ 'শিবগামির ছেলে') হচ্ছে ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র যেটার পরিচালক ছিলেন সি ভি রাজেন্দ্র। এই চলচ্চিত্রটি ১৯৬৯ সালের হিন্দি চলচ্চিত্র আরাধনা-এর পুনঃনির্মাণ। চলচ্চিত্রটিতে ভারতীয় বিমান বাহিনীর বৈমানিক হিসেবে আরাধনা-এর রাজেশ খান্নার ফ্লাইট লেফটেন্যান্ট অরুণ বর্মা এবং সূর্য প্রসাদ স্যাক্সেনা চরিত্রদ্বয়ের পুনঃপরিস্ফুটিত চরিত্র ফ্লাইট লেফটেন্যান্ট অশোক এবং বিজয় চরিত্রে তামিল চলচ্চিত্র শিল্পের সেই সময়কার মহানায়ক শিবাজি গণেশন অভিনয় করেছিলেন। অপরদিকে শর্মিলা ঠাকুরের বন্দনা ত্রিপাঠী চরিত্রের নতুন সংস্করণে অভিনেত্রী বানিশ্রী ছিলেন। এম এস বিশ্বনাথ চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন।[১][২][৩]

শিবগামিইন সেলভান
পরিচালকসি ভি রাজেন্দ্র
প্রযোজকএন কানাগাসাবাই
রচয়িতাএ এল নারায়ণ
কাহিনিকারশচীন ভৌমিক
শ্রেষ্ঠাংশেশিবাজি গণেশন
বানিশ্রী
লতা
এভিএম রাজন
এসভি রাঙ্গা রাও
এসভি সহস্রনম
সুরকারএম এস বিশ্বনাথ
চিত্রগ্রাহকমাস্থান
সম্পাদকবি কন্দস্বামী
প্রযোজনা
কোম্পানি
জয়ন্তী ফিল্মস
পরিবেশকজয়ন্তী ফিল্মস
মুক্তি২৬ জানুয়ারী ১৯৭৪
স্থিতিকাল১৫৪ মিনিট
দেশভারত
ভাষাতামিল

কাহিনী সম্পাদনা

প্রয়াত ফ্লাঃ লেঃ অশোক শিবগামিকে ভালোবাসত, শিবগামি তার দ্বারা গর্ভবতী হয় এবং একটি বাচ্চা জন্ম দেয়। বাচ্চাটি অন্য একটি পরিবারে বড় হয় যেখানে শিবগামি কর্মচারী হিসেবে কাজ করে, সে ঐ পরিবারে প্রায় ধর্ষিত হতে যায় এবং পরে জেল খাটে। জেল থেকে বের হয়ে সে ফ্লাঃ লেঃ অশোকের মত আরেকটি ফ্লাঃ লেঃ কে দেখতে পায় (অবিকল চেহারার) এবং বুঝেই নেয় যে এটি তারই ছেলে।

চরিত্রসমূহ সম্পাদনা

গানের তালিকা সম্পাদনা

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন এম এস বিশ্বনাথন

নং গান কণ্ঠশিল্পী(গণ) গীতি দৈর্ঘ্য
"উল্লাম রেন্ডুম" টি এম সুন্দররাজন কন্নদাসন ০৪ঃ৪৩
"ইনিয়াভালে" টি এম সুন্দররাজন, পি সুশীলা পুলামাইপিদান ০৪ঃ৪৩
"মেলা তালাম" টি এম সুন্দররাজন, পি সুশীলা ০৩ঃ৩০
"ইয়েত্তানাই আড়াগে" এস পি বলসুব্রাহ্মণ কন্নদাসন ০৪ঃ২৮
"ইয়েড়ারকুম ওরু কালাম" এম এস বিশ্বনাথন বালি ০৪ঃ১৩
"এন রাজাভিন রোজামুগাম" পি সুশীলা ০৪ঃ২৩
"আড়িক্কু পিন্নে" টি এম সুন্দররাজন, এল আর ঈশ্বরী কন্নদাসন ০৪ঃ৩০

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sivakamiyin Selvan (1974)"Jointscene। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১০ 
  2. Film News Anandan (২০০৪)। Sadhanaigal padaitha Tamil Thiraipada Varalaaru (Tamil ভাষায়)। Chennai: Sivagami Publications। পৃষ্ঠা 28:167। 
  3. "பாடல்களால் ஒரு பாலம் : இரயிலில் ஓர் ஒயில்"Tamiloviyam (Tamil ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১০ 

বহিঃসংযোগ সম্পাদনা