বানিশ্রী
বানিশ্রী (জন্মঃ ১৯৪৮) হচ্ছেন ভারতের একজন অভিনেত্রী। তেলুগু এবং তামিল চলচ্চিত্র শিল্পে কাজ করা বানিশ্রী কিছু কন্নড় এবং দুটি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।[১][২] চল্লিশ বছরের অভিনয় জীবনে বানিশ্রী তিনটি ফিল্মফেয়ার পুরস্কার, একটি নন্দী পুরস্কার এবং একটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কৈলাস বলচন্দ এর লেখা একটি কাহিনী অবলম্বনে নির্মিত ১৯৬৮ সালের একটি তেলুগু চলচ্চিত্রে অভিনয় করে বানিশ্রী সর্বপ্রথম নজর কাড়েন। তার অভিনীত গুরুত্বপূর্ণ চলচ্চিত্রসমূহ হলোঃ কৃষ্ণবাণী (১৯৭৪, তেলুগু), প্রেম নগর (১৯৭১, তেলুগু), দুশেরা বুল্লোড়ু (১৯৭১, তেলুগু), জীবিত চক্র (১৯৭১, তেলুগু), রঙ্গুলা রত্ন (১৯৬৬, তেলুগু), ভক্ত কান্নাপ্পা (১৯৭৬, তেলুগু) এবং বব্বিলি রাজা (১৯৯০, তেলুগু)।[৩]
বানিশ্রী | |
---|---|
জন্ম | রত্না কুমারী ৩ আগস্ট ১৯৪৮ |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | কলাভিনেত্রী বাণী বলকৃষ্ণ |
পেশা | অভিনেত্রী রাজনীতিবিদ |
কর্মজীবন | ১৯৬২-১৯৯৯ |
দাম্পত্য সঙ্গী | জুবিলী বলকৃষ্ণ রায় |
সন্তান | অনুপমা (মেয়ে) অভিনয় ভেঙ্কটেশ কার্তিক (ছেলে) |
পিতা-মাতা | বাবাঃ ভেঙ্কটচলমূর্তি, মাঃ রাধারাণী |
পুরস্কার | ফিল্মফেয়ার পুরস্কার নন্দী পুরস্কার |
তার অভিনীত গুরুত্বপূর্ণ তামিল চলচ্চিত্রগুলো হচ্ছে এমজিআর-এর সঙ্গে অভিনয় করা কান্নান এন কাদালান (১৯৬৮), তালাইভান (১৯৭০) এবং উরুক্কু উড়াইপাভান (১৯৭৫) এবং শিবাজি গণেশন এর সঙ্গে উয়ার্নদা মানিদান (১৯৬৮), নিরাই কুড়াম (১৯৬৯), কুলামা গুনামা (১৯৭১), বসন্ত মালিগাই (১৯৭২), শিবাগামিইন সেলভান (১৯৭৪), বাণী রাণী (১৯৭৪), রোজাভিন রাজা (১৯৭৬), ইলায়া তালামুরাই (১৯৭৭), পুন্নিয়া বুমি (১৯৭৮), ভাড়কাই আড়াইগাল (১৯৭৮) এবং নাল্লাদোরু কুড়ুমবাম (১৯৭৯)[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Resting on her laurels"। The Hindu।
- ↑ "Vanisri News - List Of Indian Actresses on Newsaajtak - Newsaajtak - News Aajtak - Newsaajtak.in"। ৭ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯।
- ↑ ক খ "Vanisri is my inspiration: Priya"। The Times of India।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে বানিশ্রী (ইংরেজি)