শাহবাজ খান

ভারতীয় অভিনেতা

শাহবাজ খান (জন্ম: ১০ মার্চ ১৯৬৬) একজন ভারতীয় অভিনেতা,[১] ইন্দোর মধ্যপ্রদেশ থেকে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেছেন। তিনি টেলিভিশন ধারাবাহিক বেতাল পচিসি, চন্দ্রকান্ত, যুগ, দ্য গ্রেট মারাঠা ও লুটারী দুলহান এ প্রধান চরিত্রে অভিনয় করার জন্য বিখ্যাত এবং এবং দি সোর্ড অব টিপু সুলতানে হায়দার আলী চরিত্রে অভিনয় করার সুবাদে পরিচিত। এছাড়াও তিনি ২০১৮ সালের চায়না ব্লকবাস্টার চলচ্চিত্র ডাইং টু সার্ভাইভ এ অভিনয় করেন।

শাহবাজ খান
Shahbaz Khan
জন্ম (1966-03-10) ১০ মার্চ ১৯৬৬ (বয়স ৫৮)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
দাম্পত্য সঙ্গীরুহানা খান
সন্তানমেয়া:
শাহানা খান
শানায়া খান
পিতা-মাতা
  • পিতা:
    উস্তাদ আমির খান (পিতা)

প্রাথমিক জীবন সম্পাদনা

শাহবাজ মূলত ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর জন্মগ্রহণ করেন এবং তিনি বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী উস্তাদ আমীর খানের পুত্র। তিনি কাম্পতিতে অবস্থিত সেন্ট জোসেফ কনভেন্ট এবং নাগপুরের হিজলপুর কলেজ লেখাপাড়া সম্পন্ন করেন। মুম্বাই চলে যাওয়ার কয়েক বছর আগে তিনি একটি স্থানীয় বারে কাজ করতেন।[২]

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

টৈলিভিশন সম্পাদনা

চলচ্চিত্র সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Telewatch : More than his father's son"। ২৮ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০১৯ 
  2. "Saif is a very cultured man: Shahbaz Khan - Times Of India"। ২০১৩-১২-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-০২