মোরশেদ মিশু

বাংলাদেশী কার্টুনিস্ট

আব্দুল্লাহ আল মোরশেদ যিনি মোরশেদ মিশু নামেও পরিচিত (জন্ম ২৯শে জুলাই,১৯৯৩) একজন বাংলাদেশী কার্টুনিস্ট, প্রচ্ছদশিল্পী, চিত্রশিল্পী ও দেয়ালচিত্র/গ্রাফিতি শিল্পী।[১][২] তিনি একজন কার্টুনিস্ট যিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে তাঁর আঁকা কার্টুনের জন্য ইন্টারনেট এবং মুদ্রণ মাধ্যম - উভয় ক্ষেত্রেই জনপ্রিয়।[৩][৪] তিনি উন্মাদ-এর সহকারী সম্পাদক।[৫] তিনি ২০১৯ সালে ফোর্বস ম্যাগাজিনের এশিয়ার ৩০ অনূর্ধ্ব ৩০ তালিকায় স্থান পেয়েছে।[৬][৭] এছাড়াও তিনি পেটকাটা ষ ধারাবাহিক অভিনয় করেছেন।[৮]

আব্দুল্লাহ আল মোরশেদ
Portrait of Morshed Mishu
২০১৮ সালে মোরশেদ মিশু
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)
পেশাকার্টুনিস্ট, সম্পাদক
পিতা-মাতাএম এ রাজ্জাক, নিলুফা রাজ্জাক

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মোরশেদ মিশু ১৯৯১ সালের ২৯ জুলাই ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ইব্রাহীমপুর আদর্শপল্লীতে জন্মগ্রহণ করেন। জন্মের পর তার নাম রাখা হয় আব্দুল্লাহ আল মোরশেদ।[৯] তার পিতার নাম মো: আব্দুর রাজ্জাক, তিনি ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। মিশুর মায়ের নীলুফা আক্তার। মিশু তার পরিবারের তিন ভাই, এক বোনের মধ্যে সবার ছোট। মিশু ছোটবেলায় তার মেজো ভাইয়ের নিকট থেকেই কার্টুন আঁকা শিখেছেন।

তিনি প্রাথমিক শিক্ষার জন্য মিরপুরের ইউনিভার্সাল কিন্ডারগার্ডেন ভর্তি হন, এই স্কুলে তৃতীয় শ্রেনী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর মিরপুর শহীদ পুলিশ স্মৃতি কলেজে ভর্তি হন, এই স্কুল থেকে ২০০৮ সালে মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা বিএন কলেজ থেকে ২০১০ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন, তবে তিনি বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেননি।

মিশু ৯টা জাতীয় এবং ২টা আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।[১০] তার আকা কার্টুন লন্ডন এবং বার্লিন শহরে প্রদর্শিত হয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন] এছাড়াও তিনি বাংলাদেশের বিভিন্ন বইয়ের প্রচ্ছদও তৈরি করে দিয়েছেন।[১১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. টেলিভিশন, Ekushey TV | একুশে। "বার বার হেরে ফোর্বস ম্যাগাজিনে সেরাদের তালিকায় মোরশেদ মিশু"Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৩ 
  2. আহসান হাবীব (কার্টুনিস্ট), নিজস্ব প্রতিবেদক। "অভিনন্দন মিশু"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৩ 
  3. "বাংলাদেশি কার্টুনিস্টের ছোঁয়ায় বদলে গেল ব্যঙ্গ করা সেই পাক-কার্টুন"www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৩ 
  4. "কিছু হতে পারি নাই বলেই কার্টুনিস্ট হয়েছি: মোরশেদ মিশু"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৩ 
  5. "মোর্শেদ মিশু ও তার দলের 'ফেলনা খেলনা টেলনা দেয়াল'"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২৪-০১-১৭। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২২ 
  6. "Morshed Abdulla Al"Forbes। Forbes Media LLC। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৯ 
  7. Desk, Youth (২০১৯-০৫-১৯)। "Artist Morshed Mishu mugged at knife-point on Kuril flyover"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৩ 
  8. "ষ (Pet Kata Shaw) - বাংলা মুভি ডেটাবেজ | BMDb"বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৩ 
  9. "কার্টুন এঁকে বিশ্ব কাঁপানো মোর্শেদ মিশু ফোর্বসের সেরা উদ্যোক্তা তালিকায়"। ২০১৯-০৪-৩০। 
  10. "'আমি শুধু আঁকতে জানি, কষ্টগুলো ঢাকতে জানি'"BBC News বাংলা। ২০১৯-০৫-০৬। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৩ 
  11. Pratidin, Bangladesh (২০১৮-১১-২৪)। "কার্টুন এঁকে বিশ্ব কাঁপানো মোর্শেদ মিশু"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২২