বিধাননগর বিধানসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র

বিধাননগর বিধানসভা কেন্দ্র (ইংরেজি: Bidhannagar (Vidhan Sabha constituency)) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র

বিধাননগর
বিধানসভা কেন্দ্র
বিধাননগর কলকাতা-এ অবস্থিত
বিধাননগর
বিধাননগর
কলকাতার মানচিত্র অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৫′০″ উত্তর ৮৮°২৫′০″ পূর্ব / ২২.৫৮৩৩৩° উত্তর ৮৮.৪১৬৬৭° পূর্ব / 22.58333; 88.41667
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর চব্বিশ পরগনা
কেন্দ্র নং.১১৬
আসনখোলা
লোকসভা কেন্দ্র১৭. বারাসাত
নির্বাচনী বছর১৯৮,৩১৮ (২০১১)

এলাকা সম্পাদনা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ১১৬ নং বিধাননগর বিধানসভা কেন্দ্রটি বিধাননগর পৌরসংস্থা এবং ১৯, ২০ এবং ২৮ থেকে ৩৫ পর্যন্ত ওয়ার্ড গুলি দক্ষিণ দমদম পুরসভা এর অন্তর্গত।[১]

বিধাননগর বিধানসভা কেন্দ্রটি ১৭ নং বারাসাত লোকসভা কেন্দ্র এর অন্তর্গত। [১]

বিধানসভার বিধায়ক সম্পাদনা

নির্বাচনের
বছর
কেন্দ্র বিধায়ক রাজনৈতিক দল
২০১১ বিধাননগর সুজিত বোস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[২]
২০১৬ সুজিত বোস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০১৬ সম্পাদনা

২৫ এপ্রিল ২০১৬ সালে নির্বাচন নির্ধারিত হয় এবং ১৯ মে ২০১৬ সালে এর ফলাফল ঘোষণা করা হয়।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬বিধাননগর কেন্দ্র
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল সুজিত বোস ৬৬,১৩০ ৪৩.৮৫ -১৬.৬৮
কংগ্রেস অরুণাভ ঘোষ ৫৯,১৪২ ৩৮.৩২
বিজেপি সুশান্ত রঞ্জন পাল ২১,৭৩৫ ১৪.০৮ +১০.১৩
বিএসপি রঞ্জন মজুমদার ১,১৬৩ ০.৭৫
শিব সেনা আনন্দ চন্দ্র ৮৯৭ ০.৫৮
নির্দল মনমোহন গারোদিয়া ৭৭১ ০.৪৯
এসইউসিআই(সি) তরুণ কুমার দাস ৫৩৩ ০.৩৪
নির্দল পলাশ বিশ্বাস ৩৭৯ ০.২৪ -০.৮৮
নির্দল কুনাল মজুমদার ২৯৮ ০.১৯
উপরের কেউ না উপরের কেউ না ৩,২৫৫ ০.০২
সংখ্যাগরিষ্ঠতা ৬,৯৮৮ ৪.৫২
ভোটার উপস্থিতি ১,৫৪,৩০৩
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

২০১১ সম্পাদনা

২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের সুজিত বোস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর পলাশ দাসকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১বিধাননগর কেন্দ্র[২][৩]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল সুজিত বোস ৮৮,৬৪২ ৫৯.৫৩
সিপিআই(এম) পলাশ দাস ৫২,৭১৭ ৩৫.৪০
বিজেপি অশোক সরকার ৫,৮৭৭ ৩.৯৫
নির্দল পলাশ বিশ্বাস ১,৬৬৮ ১.১২
সংখ্যাগরিষ্ঠতা ৩৫,৯২৫ ২৪.১৩
ভোটার উপস্থিতি ১,৪৮,৯০৪ ৭৫.০৮
তৃণমূল জয়ী (নতুন আসন)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৯ জুন ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪ 
  2. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  3. "West Bengal Assembly Election 2011"Bidhannagar (ইংরেজি ভাষায়)। Empowering India। ৭ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১১