পরিপূরক রং

এক জোড়া রং যেগুলো একত্র করলে একটি অন্যটিকে প্রশমিত করে
(পরিপূরক রঙ থেকে পুনর্নির্দেশিত)

পরিপূরক রঙ হলো এক জোড়া রং যাদের একত্র করলে একটি অপরটিকে নিষ্ক্রিয় করে দেয়। অর্থাৎ রঙদুটো মেশালে তা সাদা বা কালো বর্ণ ধারণ করে।[১] আর পাশাপাশি বসালে রঙদুটোর মধ্যে তীব্রতম বৈপরিত্য দেখা যায়। এরকম তীব্র বর্ণ দ্বন্দ্বের কারণে মাঝেমধ্যে এদের জন্যে বিপরীত রং শব্দবন্ধটি বেশি উপযুক্ত মনে করা হয়।

ঐতিহ্যবাহী আরওয়াইবি রং মডেলে পরিপূরক রঙসমূহ।

কোন রং যুগলকে পরিপূরক বলা হবে তা রঙতত্ব বা মডেলের উপর নির্ভর করে:

ব্যবহারিক প্রয়োগ সম্পাদনা

নন্দনতাত্ত্বিকভাবে আনন্দদায়ক শিল্প এবং গ্রাফিক নকশায় পরিপূরক রঙের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া অন্যান্য ক্ষেত্রে যেমন লোগো বা দোকানের সাইনবোর্ডেও এর প্রয়োগ হয়। পাশাপাশি রাখলে পরিপূরক রঙদ্বয় পরস্পরকে আরো বেশি উজ্জ্বলভাবে ফুটিয়ে তোলে।

পরিপূরক রঙের অন্যরকম ব্যবহারিক প্রয়োগও আছে। কমলা ও নীল পরিপূরক রং হওয়ায় লাইফবোট বা ভেলাগুলো সবসময়ই কমলা রং করা হয়, যাতে জাহাজ বা বিমান থেকে নীল সমুদ্রের বুকে নৌকাটি স্পষ্টভাবে দেখা যায়।

অ্যানাগ্লিফ থ্রিডি সিস্টেমে কম্পিউটার পর্দায় ত্রিমাত্রিক ছবি তৈরি করতে লাল ও সায়ান রঙের কাচ ব্যবহার করা হয়।

‎আরও দেখুন সম্পাদনা

টীকা ও উদ্ধৃতি সম্পাদনা

  1. Shorter Oxford English Dictionary, 5th Edition, Oxford University Press (2002) "A colour that combined with a given colour makes white or black."

গ্রন্থপঞ্জি সম্পাদনা