দ্বিতীয় মাহমুদ শাহ

বাংলার শাসক

দ্বিতীয় মাহমুদ শাহ (শাসনকাল ১৪৮৯-১৪৯০) ছিলেন বাংলার একজন সুলতান। তিনি শৈশবে সুলতান হন। হাবশ খান এসময় প্রকৃতপক্ষে শাসক ছিলেন।[১]

শামসউদ্দিন মোজাফফর শাহ কর্তৃক তারা দুজনেই ১৪৯০ সালে নিহত হন।

পূর্বসূরী
সাইফউদ্দিন ফিরোজ শাহ
বাংলার হাবশি রাজবংশ
১৪৮৯–১৪৯০
উত্তরসূরী
শামসউদ্দিন মোজাফফর শাহ

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা