ঝং জেলা (পাঞ্জাবি এবং উর্দু: ضلع جھنگ‎‎) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত একটি অন্যতম জেলাঝং শহর হচ্ছে ঝং জেলার প্রধান রাজধানী শহর।[২] ২০০৯ সালে চিনিওট জেলা থেকে চিনিওট তহসিল পৃথক করে গঠন করা হয়।

ঝং
Jhang
جھنگ
জেলা
পাঞ্জাবের ঝং জেলার অবস্থান (কমলা দিয়ে চিহ্নিত করা হয়েছে )।
পাঞ্জাবের ঝং জেলার অবস্থান (কমলা দিয়ে চিহ্নিত করা হয়েছে )।
স্থানাঙ্ক: ৩০°৩৫′ উত্তর ৭১°৩৯′ পূর্ব / ৩০.৫৮৩° উত্তর ৭১.৬৫০° পূর্ব / 30.583; 71.650
দেশপাকিস্তান
প্রদেশপাঞ্জাব
প্রতিষ্ঠাকাল১৮৪৯
রাজধানীঝং শহর
জনসংখ্যা (২০১৭)
 • মোট২৭,৪৩,৪১৬
সময় অঞ্চলপিকেটি (ইউটিসি+৫)
তহসিলের সংখ্যা
ভাষাপাঞ্জাবি (৯৫%)

প্রশাসনিক বিভাগ সম্পাদনা

জেলাটি ৪টি উপজেলা (বা তহসিল) নিয়ে গঠিত হয়েছে:[৩]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, ঝং এবং শর্কট তহসিলের জনসংখ্যার প্রায় ৯৫% জনগণ পাঞ্জাবী ভাষাকে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে থাকে। এছাড়াও বাকী ৩.৮% লোকজন উর্দু ভাষায় কথা বলে থাকেন।[৪]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "District at a glance - Jhang" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ১৫ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯ 
  2. "Tehsils & Unions in the District of Jhang the – Government of Pakistan"। Nrb.gov.pk। ২০০৮-০২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১০-২৪ 
  3. Administrative Units of Pakistan (Tehsils/Talukas) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১০ তারিখে Statistics Division, Ministry of Economic Affairs and Statistics, Government of Pakistan
  4. PCO 2000, পৃ. 95–96।

গ্রন্থপঞ্জি সম্পাদনা

  • 1998 District Census report of Jhang। Census publication। 114। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ২০০০। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯ 

টেমপ্লেট:Neighbourhoods of Jhang