ইক্যালুইট

কানাডার রাজধানী ও সর্ববৃহৎ শহর

ইক্যালুইট কানাডার নুনাভাট ভূখণ্ডের রাজধানী । এটি নুনাভাটের বৃহত্তম শহর। ১৯৪২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত শহরটির নাম ছিল ফ্রোবিশার বে।ফ্রোবিশার উপসাগরের উত্তর উপকূলে অবস্থান বলেই এর এরূপ নামকরণ করা হয়েছে। ১৯৮৭ সালে ফ্রোবিশার বে-র পুনঃনামকরণ করা হয় - এর নাম পাল্টে হয় "ইক্যালুইট।"

ইক্যালুইট
ᐃᖃᓗᐃᑦ
ফ্রোবিশার বে
ভূখণ্ডের রাজধানী শহর
সিটি অব ইক্যালুইট
ইক্যালুইটের স্কাইলাইন
ইক্যালুইটের পতাকা
পতাকা
ইক্যালুইটের অফিসিয়াল সীলমোহর
সীলমোহর
ইক্যালুইট নুনাভাট-এ অবস্থিত
ইক্যালুইট
ইক্যালুইট
ইক্যালুইট কানাডা-এ অবস্থিত
ইক্যালুইট
ইক্যালুইট
ইক্যালুইটে অবস্থান
স্থানাঙ্ক: ৬৩°৪৫′ উত্তর ০৬৮°৩১′ পশ্চিম / ৬৩.৭৫০° উত্তর ৬৮.৫১৭° পশ্চিম / 63.750; -68.517
দেশকানাডা
ভূখণ্ডনুনাভাট
অঞ্চলকিকিকতালুক
নির্বাচনী এলাকাইক্যালুইট-মানিরাজাক
ইক্যালুইট-নিয়াকুনগু
ইক্যালুইট-সিনা
ইক্যালুইট-তাসিলুক
বসতি স্থাপন১৯৪২
গ্রামের মর্যাদা১৯৭৪
শহরের মর্যাদা১৯৮০
নগরের মর্যাদা১৯ এপ্রিল ২০০১
প্রতিষ্ঠাতানাকাসুক
সরকার[২][৩]
 • ধরনইক্যালুইট নগর কাউন্সিল
 • মেয়রকেনি বেল[১]
 • এমএলএঅ্যাডাম আররিয়াক লাইটস্টোন
প্যাট অ্যাংনাকাক
এলিসাপি সেউতিয়াপুক
জর্জ হিকেস
 • সাংসদমুমিলাক কাক্কাক
আয়তন[৪][৫]
 • মোট৫২.৫০ বর্গকিমি (২০.২৭ বর্গমাইল)
 • Population Centre৯.৫৫ বর্গকিমি (৩.৬৯ বর্গমাইল)
উচ্চতা[৬]৩০ মিটার (১১০ ফুট)
জনসংখ্যা (2016)[৪][৫]
 • মোট৭,৭৪০
 • জনঘনত্ব১৫০/বর্গকিমি (৩৮০/বর্গমাইল)
 • Population Centre৭,০৮২
 • Population Centre ঘনত্ব৭৪০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
বিশেষণইক্যালুমাইট
সময় অঞ্চলইএসটি (ইউটিসি−০৫:০০)
 • গ্রীষ্মকালীন (দিসস)ইডিটি (ইউটিসি−০৪:০০)
কানাডীয় পোস্টাল কোডএক্সওএ ওএইচও, এক্সওএ ১এইচও
এলাকা কোড৮৬৭
টেলিফোন এক্সচেঞ্জ২২২ (মোবাইল), ৯৭৫, ৯৭৯
এনটিএস মানচিত্র০২৫এন১০
জিএনবিসি কোডওএটিআরপি
ওয়েবসাইটiqaluit.ca

১৯৯৯ সালে উত্তর-পশ্চিম অধীনস্থ অঞ্চলসমূহকে দুই ভাগে বিভক্ত করা হয়। তখন ইক্যালুইট-কে নুনাভাটের রাজধানী ঘোষণা করা হয়। এসময় ইক্যালুইট একটি ছোট শহর ছিল এবং কানাডার বাইরে এটি তেমন পরিচিতও ছিল না। এর জনসংখ্যা ও আর্থিক বৃদ্ধির হার অত্যন্ত সীমিত ছিল। এর কারণ হলো- উচ্চমূল্যে আমদানিকৃত দ্রব্যের উপর অধিক নির্ভরশীলতা। তাছাড়া কানাডার বাকি অংশের সাথে শুধু জাহাজে করে ইক্যালুইটের বছরের একটি নির্দিষ্ট সময় যোগাযোগ করা সম্ভব হয়। শহরটির জলবায়ু মেরুজ ধরনের। বাফিন দ্বীপের ক্ষেত্রে ল্যাব্রাদর প্রবাহের গভীর ঠাণ্ডা জলের ফলে ইক্যালুইটে এ ধরনের জলবায়ু পরিলক্ষিত হয়। এ কারণে আর্কটিক বৃত্তের দক্ষিণে অবস্থিত হওয়া সত্ত্বেও শহরটির আবহাওয়া শীতল।

২০১৬ সালের কানাডীয় আদমশুমারি অনুযায়ী ইক্যালুইটের জনসংখ্যা ৭,৭৪০। জনসংখ্যার দিক দিয়ে এটি কানাডার ক্ষুদ্রতম শহর। [৪] জনসংখ্যার দিক দিয়ে এটি কানাডার ক্ষুদ্রতম রাজধানী শহর। [৪] ইক্যালুইটের অধিবাসীদের ইক্যালুমাইট হয়।

ইতিহাস সম্পাদনা

হাজারো বছর ধরে ইক্যালুইটে ইনুইট জাতির মানুষ মাছ ধরত। ইক্যালুইট নামটি ইনাকটিটাট "ইক্যালুইট" থেকে এসেছে, যার অর্থ অনেক মাছের স্থান। [৭]

১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ-ইনুইটরা এখানে আগমন করে। যুক্তরাষ্ট্র এখানে ফ্রোবিশার বে বিমানঘাঁটি নির্মাণ করে। কানাডা সরকারের কাছ থেকে বিমানঘাঁটি নির্মাণের জন্য যুক্তরাষ্ট্র সরকার দীর্ঘমেয়াদে ইজারা নেয়। স্বল্পপাল্লার বায়ুযানের যাত্রাবিরতি ও পুনরায় জ্বালানি ভরার কাজে যুক্তরাষ্ট্র সরকার এই বিমানঘাঁটি ব্যবহার করে। ইক্যালুইটের প্রথম স্থায়ী বাসিন্দা নাকাসুক। তিনি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীকে।অবতরণের জন্য জায়গা নির্বাচনে সাহায্য করেছিলেন। যুদ্ধের সময় বিমানঘাঁটির নাম ছিল ক্রিস্টাল ২। এটি ক্রিমসন পথের অংশ ছিল এবং বর্তমানে ইক্যালুইট বিমানবন্দর নামে কার্যক্রম পরিচালনা করে।

১৯৪৯ সালে যুদ্ধ সমাপ্ত হওয়ার পর হাডসনস বে কোম্পানি দক্ষিণ ব্যাফিনের কার্যক্রম নিকটস্থ নিয়াকুনগাট উপত্যকায় স্থানান্তরিত করে। হাডসনস বে কোম্পানির কার্যক্রমের দাপ্তরিক নাম ছিল অ্যাপেক্স। এর মূল উদ্দেশ্য ছিল বিমানঘাঁটির কার্যক্রম পরিচালনা করা। ডিউ (ডিস্টেন্ট আর্লি ওয়ার্নিং) রেখা প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৫০-এর মধ্যভাগে ইক্যালুইটের জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পায়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Brown, Beth (২৮ অক্টোবর ২০১৯)। "Kenny Bell is Iqaluit's new mayor as municipal elections held across Nunavut"CBC News। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২০ 
  2. "Mayor and Council Ask Visitors to Delay Non-essential Travel to Iqaluit"। City.iqaluit.nu.ca। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৯ 
  3. "Members of the Legislative Assembly | Nunavut Legislative Assembly"www.assembly.nu.ca 
  4. "Census Profile, 2016 Census"। Statistics Canada। ২০১৭-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-০২ 
  5. "Census Profile, 2016 Census Iqaluit [Population centre]"Statistics Canada। ২০১৬। ২০১৭-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-০৩ 
  6. Elevation at airport. টেমপ্লেট:CFS
  7. "About Iqaluit: History & Milestones | City of Iqaluit"web.archive.org। 23 জুন, 2020। Archived from the original on ২৩ জুন ২০২০। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২০  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)