আজমান আমিরাত (আরবি: إمارة عجمان; উচ্চারণ [ʔɪmaːra(t) ʕaʤmaːn]) হলো সংযুক্ত আরব আমিরাত গঠনকারী সাতটি আমিরাতের একটি। এর আয়তন ২৬০ বর্গকিলোমিটার (১০০ বর্গমাইল), যা আয়তনের দিক থেকে এটিকে এই অঞ্চলের আমিরাতগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রাকায়ে পরিণত করেছে;[১] বিপরীতে, এটি প্রায় ৫০০,০০০ জনসংখ্যা অধ্যুষিত হওয়ায় তা দেশটিকে চতুর্থ সর্বাধিক জনবহুল আমিরাতে পরিণত করেছে। এই আমিরাতটির নামকরণ করা হয়েছে আজমান শহরের নামানুসারে, যেখানে এই আমিরাতের সরকারের অবস্থান।

অবস্থান ও আয়তন সম্পাদনা

আজমান আমিরাতের আয়তন ২৬০ বর্গকিলোমিটার (১০০ বর্গমাইল)।[২] আয়তনের দিক থেকে এটি সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ছোট আমিরাত। আজমানের মূল ভূখণ্ডটি সংযুক্ত আরব আমিরাতের উত্তরাংশের শারজাহউম্ম আল কোয়াইনের মধ্যে অবস্থিত।[৩] মূল ভূখণ্ড হতে ৬০০ কিলোমিটার দূরের দুটি শহর - মাসফোট এবং মানামা'ও এই আমিরাতের অংশ।[২]

শিক্ষা সম্পাদনা

আজমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজমানের প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, ডেন্টিস্ট্রি, গণযোগাযোগ, ফার্মাসি এবং স্বাস্থ্য বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, পরিবেশ, পানি ও জ্বালানি, শিক্ষা এবং আইন বিষয়ে বিশেষায়িত শিক্ষা প্রদান করা হয়।[৪]

২০০৮ সালের জুলাই হতে গালফ মেডিকেল কলেজটি গালফ মেডিকেল ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে যা সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "48 interesting facts for the UAE's 48th National Day"gulfnews.com (ইংরেজি ভাষায়)। Al Nisr Publishing। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১ 
  2. "About Ajman"। Ajman Government Portal, Department of Digital Ajman.। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১ 
  3. "Emirates of Ajman"। Ajman Government Portal, Department of Digital Ajman.। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১ 
  4. "Ajman University Campus"Ajman University of Science & Technology। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১ 
  5. "Medical university hails decade of success"। Gulfnews.com। ৬ নভেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:আজমান