নামাজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৭৯ নং লাইন:
== নিয়ম ==
{{মূল নিবন্ধ|নামাজের নিয়মাবলী}}
নামাজের প্রধান ধাপগুলোকে 'রাকাত' বলা হয়। নামাজ দুই বা তিন বা চার রাকাত হতে পারে। ইসলামের বিভিন্ন সম্প্রদায়ে নামাজ পড়ার রীতিতে কিছু পার্থক্য রয়েছেঃ শিয়া ও সুন্নি পার্থক্য পাশাপাশি সুন্নিদের মধ্যে মাজহাবী পার্থক্য ও লা মাজহাবী তথা আহলে হাদীস বা সালাফী পার্থক্য।
 
===সুন্নি হানাফি নিয়ম===
নামাজের প্রধান ধাপগুলোকে 'রাকাত' বলা হয়। নামাজ দুই বা তিন বা চার রাকাত হতে পারে। ইসলামের বিভিন্ন [[মাযহাব|মাযহাবে]] নামাজ পড়ার রীতিতে সামান্য পার্থক্য রয়েছে। তবে মূল আঙ্গিক অভিন্ন।
 
৯০ ⟶ ৯১ নং লাইন:
 
তিন বা চার রাকাতের নামাজের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতে সিজদার পর বসে [[তাশাহুদ]] ("আত্তাহিয়াতু") দোয়া পড়তে হয় এবং পাঠ শেষে দাঁড়িয়ে উঠে তৃতীয় ও চতুর্থ রাকাত পড়তে হয়। শেষ রাকাতের দুই সিজদা সম্পূর্ণ করার বসে যথাক্রমে "আত্তাহিয়াতু (তাশাহুদ)" ও "দরূদ শরীফ"ও "দোয়া মাসুরা" পড়তে হয়। অতঃপর প্রথমে ডানে ও পরে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়।
===আহলে হাদীস/সালাফি পার্থক্য===
* নামাজের নিয়মে [[মাজহাব]] বা ঈমাম বা আলেমের যাচাইবিহীন অনুসরণ ([[তাকলিদ]]) না করে [[সহীহ হাদীস]] অনুসরণ করা
* নামাজের নিয়তে নির্দিষ্ট কোন দোয়া না পড়া
* নামাজে নাভির উপরে/বুকের উপর হাত বাধা
* সশব্দে আমীন বলা
* রুকুর আগে ও পরে এবং সিজদার আগে তাকবীরে হাত তোলা
* সিজদায় যাওয়ার সময় পায়ের আগে হাত রাখা
*সেজদা থেকে উঠে দাড়ানোর সময় হাতে ভর করে ওঠা
*তাশাহুদে তর্জনী আঙ্গুল ক্রমাগত নাড়ানো
* সিজদা সাহু নামাজ শেষে সালাম ফেরানোর পর করা
* তিন রাকাত বিতরে দ্বিতীয় রাকাতে বৈঠকে না বসা
* বিতরের নামাজে প্রচলিত হানাফি দোয়ায় কুনুতকে কুনুতে নাজেলা বা বিপদকালীন কুনুত দাবি করে তা বিপদ ছাড়া নিয়মিত না পড়া এবং সিহাহ সিত্তাহসহ সুন্নি হাদীসে বর্নিত অন্যান্য কুনহত পড়া
* বিতর নামাজকে ওয়াজিব বলার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ভিন্নমত পোষণ করা
* ফরজ নামাজ শেষে সম্মিলিত মুনাজাত না করা
* জুম্মার নামাজের খুতবার পূর্বে বা মসজিদে প্রবেশের সাথে সাথে সুন্নত পড়া ও তা চার রাকাতের পরিবর্তে দুই রাকাত পড়া
* মাগরিবের ফরজ নামাজের আগে মসজিদে প্রবেশের পর দুইরাকাত সুন্নত নামাজ পড়া বা পড়তে উৎসাহিত করা
* অনারব দেশসমূহে জুম্মার নামাজে জনগণের বোধগম্য ভাষায় শুধুমাত্র একটি খুতবা দেওয়া, আলাদাভাবে আরবিতে খুতবা না দেওয়া
 
 
==নামাজের ফরজ==