ওডিসি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৬৩ নং লাইন:
=== মূল পাঠ-সংক্রান্ত প্রথা===
[[File:Demetrios Chalkokondyles - Detail of Angel Appearing to Zacharias by Domenico Ghirlandaio.jpg|thumb|upright|গ্রিক নবজাগরণ বিশারদ [[ডোমেনিকো গারল্যান্ডিও|ডোমেনিকো গারল্যান্ডিওর]] প্রতিকৃতি, ইতালীয় চিত্রকর [[ডিমেট্রিওস ক্যালকোকোন্ডাইলস]] অঙ্কিত। ১৪৮৮ সালে গারল্যান্ডিও প্রথম ''ওডিসি''-র মুদ্রিত সংস্করণ প্রকাশ করেন।]]
সমগ্র প্রাচীন কাল জুড়েইপ্রাচীনকালে যে সব দেশে গ্রিক ভাষা কথিত হত, সেখানেসেখানেই ''ইলিয়াড'' ও ''ওডিসি''-র বহুলভাবে প্রতিলিপি কৃতপ্রতিলিপিকরণ এবং [[পাঠ্যপুস্তক|বিদ্যালয় পাঠ্যপুস্তক]] হিসেবে ব্যবহৃতএই দুই গ্রন্থের ব্যবহার ছিল হয়েসাধারণ এসেছিল।ঘটনা।{{sfn|ল্যাম্বার্টন|২০১০|pp=৪৪৯–৪৫২}}{{sfn|ব্রাউনিং|১৯৯২|pp=১৩৪–১৪৮}} সম্ভবত খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে [[অ্যারিস্টটল|অ্যারিস্টটলের]] সময়কাল থেকেই গবেষকেরা এই মহাকাব্যগুলির উপর টীকা রচনা শুরু করেছিলেন।{{sfn|ল্যাম্বার্টন|২০১০|pp=৪৪৯–৪৫২}} খ্রিস্টপূর্ব তৃতীয় ও দ্বিতীয় শতাব্দীতে [[আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার|আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারের]] সঙ্গে যুক্ত গবেষকেরা (বিশেষত [[জেনোডোটাস]] ও [[সামোথ্রেসের অ্যারিস্টারকাস]]) হোমারীয় মহাকাব্যগুলি সম্পাদনা করেন, সেগুলির উপর টীকা রচনা করেন এবং সেগুলিকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেন।<ref name="Haslam2012">{{Cite book |last=হাসলাম |first=মাইকেল |title=দ্য হোমার এনসাইক্লোপিডিয়া |date=2012 |isbn=978-1-4051-7768-9 |chapter=টেক্সট অ্যান্ড ট্রান্সমিশন |doi=10.1002/9781444350302.wbhe1413}}</ref>
 
[[মধ্যযুগ|মধ্যযুগে]] [[বাইজানটাইনবাইজেনটাইন সাম্রাজ্য|বাইজানটাইনবাইজেনটাইন সাম্রাজ্যেও]] ''ইলিয়াড'' ও ''ওডিসি'' বহুলভাবেজনপ্রিয়তা অধীতধরে রেখেছিল এবং বিদ্যালয়ের পাঠ্যগ্রন্থপাঠ্য হিসেবেহিসেবেও পঠিতব্যবহৃত হত।হচ্ছিল।{{sfn|ল্যাম্বার্টন|২০১০|pp=৪৪৯–৪৫২}}{{sfn|ব্রাউনিং|১৯৯২|pp=১৩৪–১৪৮}} বাইজানটাইনবাইজেনটাইন গ্রিক পণ্ডিত ও আর্চবিশপ [[থেসালোনিকার ইউস্টেথিয়াস]] (আনু. ১১১৫-১১৯৫/৬ খ্রিস্টাব্দ) হোমারের দুই মহাকাব্যের উপরেরইউপরেই পুঙ্খানুপুঙ্খঅনুপূঙ্খ টীকা রচনা করেন।করেন, যা পরবর্তী প্রজন্মগুলির কাছে এই টীকা প্রামাণ্য বলে গৃহীতও হয়।{{sfn|ল্যাম্বার্টন|২০১০|pp=৪৪৯–৪৫২}}{{sfn|ব্রাউনিং|১৯৯২|pp=১৩৪–১৪৮}} বিংশ শতাব্দীর সংস্করণে তাঁর ''ওডিসি''-র ইউস্টেথিয়াস রচিত টীকা বিংশ শতাব্দীর সংস্করণে প্রকাশিত হয়হয়েছিল প্রায় ২,০০০ বৃহদাকার পৃষ্ঠায়।{{sfn|ল্যাম্বার্টন|২০১০|pp=৪৪৯–৪৫২}} ১৪৮৮ সালে গ্রিক পণ্ডিত [[ডিমেট্রিওস ক্যালকোকোন্ডাইলস]] ''ওডিসি''-র প্রথম মুদ্রিত সংস্করণটি (যা ''[[এডিশিও প্রিন্সেপস]]'' নামে পরিচিত) প্রকাশ করেন। ক্যালকোকোন্ডাইলস এথেন্সে জন্মগ্রহণ করেছিলেন এবং পড়াশোনা করেছিলেন কনস্ট্যানটিনোপলে।{{sfn|ল্যাম্বার্টন|২০১০|pp=৪৪৯–৪৫২}}{{sfn|ব্রাউনিং|১৯৯২|pp=১৩৪–১৪৮}} অ্যান্টনিওস ড্যামিলাস নামে এক গ্রিক মুদ্রক কর্তৃক [[মিলান]] থেকে এই সংস্করণটি মুদ্রিত হয়েছিল।{{sfn|ব্রাউনিং|১৯৯২|pp=১৩৪–১৪৮}}
 
ঊনবিংশ শতাব্দীর শেষভাগ থেকে [[মিশর|মিশরে]] ''ওডিসি''-র খণ্ডাংশ সম্বলিত অনেক প্যাপিরাই পাওয়াআবিষ্কৃত যেতেহতে শুরু করে।থাকে। এগুলির মধ্যে কোনও কোনওটির বিষয়বস্তুপাঠ মধ্যযুগের শেষভাগের পাঠের থেকে আলাদা।<ref>{{Cite news |last=ড্যালি |first=জেসন |date=11 July 2018 |title=ওল্ডেস্ট গ্রিক ফ্র্যাগমেন্ট অফ হোমার ডিসকভার্ড অন ক্লে ট্যাবলেট |work=[[স্মিথসোনিয়ান (পত্রিকা)|স্মিথসোনিয়ান]] |access-date=29 July 2022 |url=https://www.smithsonianmag.com/smart-news/oldest-greek-fragment-homer-discovered-clay-tablet-180969602/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20190123223253/https://www.smithsonianmag.com/smart-news/oldest-greek-fragment-homer-discovered-clay-tablet-180969602/ |archive-date=23 January 2019 }}</ref>
 
২০১৮ সালেসালের [[গ্রিস|গ্রিসের]] সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রক অলিম্পিয়ায় [[জিউসের মন্দির, অলিম্পিয়া|জিউসের মন্দিরের]] কাছেকাছ একটি মৃৎফলক আবিষ্কারের কথা জানায়। এই ফলকটিতেথেকে ''ওডিসি''-র ১৪শচতুর্দশ স্কন্ধসর্গ থেকে ১৩টিতেরোটি চরণচরণের খোদিতখোদাই-সম্বলিত আছে।একটি প্রথমেমৃৎফলক জানানোআবিষ্কারের হয়েছিলকথা যেজানায়। প্রথমে এই ফলকটির সময়কালফলকটি খ্রিস্টীয় তৃতীয় শতাব্দী;শতাব্দীর তবেবলে এইজানানো হলেও, গবেষকেরা এটির সঠিক সময়কাল সম্পর্কে নিশ্চিত নয়।হতে পারেননি।<ref>{{Cite news |last=টাগারিস |first=কারোলিনা |editor-last=হেভেনস |editor-first=অ্যান্ড্রু |date=10 July 2018 |title='ওল্ডেস্ট নোন এক্সট্র্যাক্ট' অফ হোমার’স ওডিসি ডিসকভার্ড ইন গ্রিস |work=[[রয়টার্স]] |url=https://www.reuters.com/article/us-greece-archaeology-odyssey/oldest-known-extract-of-homers-odyssey-discovered-in-greece-idUSKBN1K01QM |url-status=live |archive-url=https://web.archive.org/web/20190324125157/https://www.reuters.com/article/us-greece-archaeology-odyssey/oldest-known-extract-of-homers-odyssey-discovered-in-greece-idUSKBN1K01QM |archive-date=24 March 2019}}</ref><ref>{{Cite news |date=10 July 2018 |title=হোমার ওডিসি: ওল্ডেস্ট এক্সট্র্যাক্ট ডিসকভার্ড অন ক্লে ট্যাবলেট |publisher=[[বিবিসি নিউজ]] |url=https://www.bbc.com/news/world-europe-44779492 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20200901203416/https://www.bbc.com/news/world-europe-44779492 |archive-date=1 September 2020}}</ref>
 
=== ইংরেজি অনুবাদ ===