নরেশ গুহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে + 4টি বিষয়শ্রেণী; ±বিষয়শ্রেণী:বাঙালি লেখকবিষয়শ্রেণী:১৯২০-এর দশকে জন্ম
Adobe_Scan_23-Jun-2022_(1)_4.jpg সরানো হলো। এটি Ruthven কর্তৃক কমন্স থেকে অপসারিত হয়েছে, কারণ: Missing essential information such as license, [[:c:COM:PERMISSION|
 
১ নং লাইন:
{{উৎসহীন|date=জুলাই ২০২২}}
'''নরেশ গুহ''' (1923/24-2009) একজন [[বাঙালি জাতি|বাঙালি]] কবি ছিলেন। তিনি 1923 সালে (মার্চ) অবিভক্ত বাংলার ময়মনসিংহ জেলার বিন্নাফইর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম ছিল নরেশচন্দ্র গুহ বক্সী। তিনি ছিলেন রমেশচন্দ্র গুহ বক্সী ও ইন্দুমতি দেবীর পুত্র। 2009 সালের 4 জানুয়ারি তিনি মারা যান। তিনি ''যুগান্তরের'' সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু করেন, যেখানে অমিয় চক্রবর্তীর সাথে তার বন্ধুত্ব ছিল। তিনি [[কলকাতা দাঙ্গা|1946 সালের কলকাতা দাঙ্গার]] রিপোর্ট করেছিলেন। 1950 এর দশকে, তিনি কলেজের শিক্ষক হিসাবে কাজ করেছিলেন, অবশেষে [[যাদবপুর বিশ্ববিদ্যালয়|যাদবপুর বিশ্ববিদ্যালয়ের]] অনুষদে যোগদান করেন। ১৯৫২ সালে ''দুরন্ত দুপুর'' নামে তাঁর প্রথম কবিতা সংকলন প্রকাশিত হয়।
[[File:Adobe Scan 23-Jun-2022 (1) 4.jpg|thumb|মাতিসের ছবি অবলম্বন করে আঁকা 'দুরন্ত দুপুরের' প্রচ্ছদ]]
পরে তিনি তাঁর সংগৃহীত কবিতা '''কবিতা সংগ্রহ' - র'' জন্য [[সাহিত্য অকাদেমি পুরস্কার|সাহিত্য একাডেমি পুরস্কার]] পেয়েছিলেন। তাঁর সময়ে তাঁকে তরুণতরদের মধ্যে সবচেয়ে সুরেলা কবি বলে ঘোষণা করেছিল বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকা। ছন্দের বিচিত্র ব্যবহারে, সুরের একান্ত নিজস্বতায় তিনি নিজেকে বিশিষ্ট করে তুলেছিলেন। বাংলা কবিতার সাম্প্রতিক অবক্ষয় যখন ক্রমশই হতাশ করছিল '৫০-র দশককে, এই সুকুমার কবি স্বভাবের পরিচয় পেয়ে পাঠকরা বেশ আনন্দিত হয়েছিলেন।