উইকিপিডিয়া:অটো উইকি ব্রাউজার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sebastian Wallroth (আলোচনা | অবদান)
Awbscreenshot.PNG
কিছু তথ্য
৩৪ নং লাইন:
==ব্যবহার পদ্ধতি==
১) নিবন্ধন
* আপনি যদি এই সফ্‌টওয়ারসফটওয়ার ব্যবহার করতে চান তবে আপনার নাম '''[[উইকিপিডিয়া:অধিকারের আবেদন/অটো উইকি ব্রাউজার|নিবন্ধনের জন্যে আবেদন]]''' পাতায় যোগ করুন। নিরাপত্তাজনিত কারণে বাংলা উইকিপিডিয়াতে শুধুমাত্র নিবন্ধিত ব্যবহারকারীরা অটো উইকি ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। যে কেউ আবেদন করতে পারেন কিন্তু ব্যবহার অনুমোদনের জন্যে একজন প্রশাসকের সম্মতি আবশ্যক। সাধারণ নিয়ম মতে কমপক্ষে ৫০০টি অ-স্বয়ংক্রিয় সম্পাদনা বা প্রধান নামস্থানে মোট ১০০০টি অবদান থাকলে একজন ব্যবহারকারী অনুমোদন পাবেন। আবেদনের হালনাগাদ জানতে আবেদনের পাতাটি নজরতালিকায় রাখুন।
 
২) ডাউনলোড
* [https://sourceforge.net/projects/autowikibrowser/ এখান] থেকে মুক্তিপ্রাপ্ত সাম্প্রতিক সংস্করণটি ডাউনলোড করুন।
 
== কারিগরি তথ্য ==
* আপনি যখন প্রথমবারের মতো অটো উইকি ব্রাউজার চালাবেন, আপনার কম্পিউটারের বাংলা ফন্ট থাকলেও অটো উইকি ব্রাউজার সঠিকভাবে বাংলা দেখাবে না (আপনি অক্ষরের পরিবর্তে কিছু বাক্স দেখতে পাবেন)। এটি ঠিক করতে "<code>অপশন → প্রেফারেন্স → ইডিট সেভিং → সেট ইডিট ফন্ট বক্স</code>" এ গিয়ে একটি বাংলা ফন্ট নির্দিষ্ট করে দিতে হবে। তাহলে বাংলা ঠিকমত দেখা যাবে।
* অটো উইকি ব্রাউজার দিয়ে <code>ড়</code>, <code>ঢ়</code>, <code>য়</code> এই তিনবর্ণ সরাসরি লিখে সম্পাদনা সংরক্ষণ করা যায় না। ইউনিকোডে ড়, ঢ়, য় এই তিন বর্ণকে দুইভাবে লেখা যায়। সরাসরি বসিয়ে<ref>এখানে উদাহরণ দেওয়া যাচ্ছে না, কারণ উইকি সর্বদা দ্বিতীয় রূপটি ব্যবহার করে।</ref> অথবা ড, ঢ, য + ় সহকারে। আপনার লেখায় যদি এই তিন বর্ণের সরাসরি রূপটি থাকে, তবে সম্পাদনা সংরক্ষণ হবে না।<ref>যদিও অটো উইকি ব্রাউজার সম্পর্কিত নয়, তবে আরও জানতে [[:phab:T144071]], [[:phab:T7948]], [[:phab:T152956]] দেখুন।</ref> সম্পাদনা সংরক্ষণ করতে সেগুলোকে ভেঙ্গে লিখুন। যেমন, সরাসরি য়-এর পরিবর্তে <code>য</code> + <code> ়</code> সহকারে লিখুন।
 
==টীকা==