শিক্ষাবৃত্তি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
==প্রকারভেদ==
শিক্ষাবৃত্তিকে প্রধানত নিম্নলিখিতভাগে বিভক্ত করা হয়ঃ
* '''মেধা-ভিত্তিক:''' এই ধরণের বৃত্তি মূলত শিক্ষার্থীদের ক্রীড়া, শিক্ষা, শিল্প ইত্যাদি ক্ষেত্রে নৈপুন্যের ভিত্তিতে প্রদান করা হয়। এছাড়া এই বৃত্তি শিক্ষার্থীর সহ-শিক্ষামূলক কার্যক্রমের উপরও নির্ভর করে। উত্তর আমেরিকাতে প্রধানত এই ধরণের বৃত্তি শিক্ষার্থীদের [[স্যাট]] এবং [[এসিটি]] পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রদান করা হয়।<ref>{{cite web
| url = http://www.scholarships.com/academic-scholarships.aspx
| title = Academic Scholarships and Merit Scholarships at Scholarships.com
| accessdate = 2009-09-25
}}</ref>
* '''প্রয়োজন-ভিত্তিক:''' এধরণের বৃত্তি শিক্ষার্থীর আর্থিক অবস্থার ভিত্তিতে প্রদান করা হয়। দরদ্র্য অথচ মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা সম্পন্ন করার উদ্দেশ্যে এসব বৃত্তি দেয়া হয়।
* '''শিক্ষার্থী-ভিত্তিক:''' এসব বৃত্তি প্রদানের ক্ষেত্রে প্রাথমিকভাবে শিক্ষার্থীর জাতীয়তা, লিঙ্গ, ধর্ম, পারিবারিক অবস্থা এবং আরও বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়। যেমন- কানাডাতে অধিবাসী বৃত্তি বলে যে বৃত্তি প্রচলিত রয়েছে তা এধরণের শিক্ষার্থী-ভিত্তিক বৃত্তি। এ বৃত্তির আওতায় শিক্ষার্থী দেশে বা দেশের বাহিরে পড়ালেখা করতে পারে।<ref>{{cite এধরণের বৃত্তি মার্কিন যুক্তরাষ্ট্রে কম দেখা যায়। web
| url = http://www.scholarships.com/scholarships-for-minorities.aspx
| title = Minority Scholarships at Scholarships.com
| accessdate = 2009-09-25
}}</ref> এধরণের বৃত্তি মার্কিন যুক্তরাষ্ট্রে কম দেখা যায়।
 
==তথ্যসূত্র==
{{reflist}}
 
[[বিষয়শ্রেণী:শিক্ষাবৃত্তি]]