বিষয়শ্রেণী:জীবনী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mosfiq88 (আলাপ)-এর সম্পাদিত সংস্করণ হতে Waraka Saki-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
কবি জীবন রাজবংশী পরিচিতি
ট্যাগ: পুনর্বহালকৃত মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
কবি জীবন রাজবংশী পরিচিতি
<!-- This is a permanent ongoing problem which requires regular monitoring. -->
{{কমন্স বিষয়শ্রেণী}}<br />{{infobox catalog
|DDC=
|LCC=
|UDC=9
}}
{{মূল বিষয়শ্রেণী|জীবনী}}
{{কমন্স বিষয়শ্রেণী|জীবনী}}
 
জন্ম পরিচিত:-
[[বিষয়শ্রেণী:Non-fiction literature]]
কবি জীবন রাজবংশী জন্মগ্রহণ করেন ২৩ শে মে ১৯৯২ সালে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সুতি থানার আওতাধীন বহুতালী অঞ্চলের প্রত্যন্ত কাদোয়া গ্রামের এক গরীব রাজবংশী ক্ষত্রিয় পরিবারের মাতা ফাল্গুনী রাজবংশী ও পিতা মধু রাজবংশী। কবিরা তিন ভাই এর মধ্যে তিনি দ্বিতীয় পুত্র।
[[বিষয়শ্রেণী:Genres]]
বাল্যকাল:- কবি ছেলে বেলা থেকেই একটু চঞ্চল প্রকৃতির এবং সবসময় একা একা থাকতে ভালোবাসতেন। তিনি বড়ো দের সম্মান করে চলতেন, তিনি স্কুল ক্লাসে ঘরে জানালার পাশে বসতেন কারণ তিনি বাইরের প্রকৃতির প্রেমে পরে গিয়েছিলেন। সেই ছেলে বেলা থেকেই।
[[বিষয়শ্রেণী:ইতিহাস]]
শিক্ষা:- কবি পঠন পাঠান শুরু করেন গ্রামের পাঠশালা ৫ নম্বর প্রাথমিক বিদ্যালয় থেকেই, চতুর্থ পাঠ এখানে শেষ করে। পরে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন বহুতালী উচ্চ বিদ্যালয়ে, সেখান থেকে ২০১১ সালে মাধ্যমিক উর্ত্তীন হয়ে আহিরণ হেমাঙ্গিনী বিদ্যায়তনে ভর্তি হন একাদশ ও দ্বাদশ এখান থেকে ২০১৩ সালে পাঠ শেষ করে উচ্চ মাধ্যমিক উর্ত্তীন হয়ে মুরারই কবি কাজী নজরুল ইসলাম কলেজে ভর্তি হন। কিন্তু আর্থিক অভাবে প্রথম বর্ষেই লেখা পড়া শেষ করতে বাধ্য হন। এবং কিছু বছর পর ২০২০ সালে আবার বহরমপুর কৃষ্ণ নাথ কলেজে ভর্তি হলেন।
[[বিষয়শ্রেণী:ব্যক্তি]]
বিবাহ:- কবি ২০১৪ সালে বিবাহের বন্ধনে আবদ্ধ হন। কবির স্ত্রী নাম সম্পা রাজবংশী। নতুন জীবনে কবি ভালোই চলছিল।
সাহিত্য আবির্ভাব:- কবি লেখা লেখি ছেলে বেলা থেকেই তাঁর প্রথম কবিতা স্কুলের দেওয়াল পত্রিকায় উঠে আসে 'ক্ষুদিরামের ফাঁসি' সপ্তম শ্রেণীতে। এবং পরবর্তীতে ২০১৭ সালে কলকাতা ' যুথিকা সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় 'আমি কে' কবিতা শারদীয়া পত্রিকায়। এরপর একের পর এক পত্রিকা থেকে লেখা প্রকাশ হতে থাকে। যেমন প্রাঙ্গন, উত্তরে আহ্বান, উত্তরের সিঁড়ি, ইত্যাদি। এছাড়াও বাংলাদেশ থেকেও বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়। এরপর ২০২০ সালে কবির প্রথম বই 'জীবন ঘুড়ি' কলকাতার যুথিকা সাহিত্য পত্রিকা থেকে প্রকাশ করা হয়। এখনো কবির লেখা লেখি নিয়ে ব্যস্ত থাকেন। কবি কে জানতে হলে তাঁর কবিতা পড়তে হবে। কবি নরম একজন নরম মনে মানুষ, মাটির মানুষ।
সামাজিক কর্তব্য:- কবি একাধারে সমান সেবক ছিলেন। তিনি তাঁর লেখনীর মাধ্যমে পিছিয়ে পড়া গরীব সমাজের কথা স্থান দিয়েছেন বেশি করে। তিনি নিজে গরীব হয়েও অন্যান্য গরীব লোকদের কথা চিন্তা করতেন। তিনি মুর্শিদাবাদ জেলার রাজবংশী সমাজের জন্য একটি সংগঠন তৈরি করেছিলেন। যার নাম রাজবংশী ক্ষত্রিয় সমিতি এই সংগঠনের কাজ ছিল পিছিয়ে পড়া মানুষ দের সমাজের সামনে সারিতে আনা।