গোলাম মুরশিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
একটি পুরস্কার যোগ করেছি। একটি বইয়ের নাম যোগ করেছি। তাঁর সম্পর্কে বিতর্কিত কথা লেখা ছিলো, তা বাদ দিয়েছি।
২৮ নং লাইন:
== প্রকাশিত গ্রন্থ ==
মুরশিদ বাংলার সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি ও সমাজ নিয়ে বেশ কিছু সুপরিচিত গ্রন্থ রচনা করেছেন। নারী অধ্যয়ন, বাংলা ভাষা ও সাহিত্য, এবং বাংলার সামাজিক-সাংস্কৃতিক ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে তিনি ৩০টিরও বেশি বই ও অসংখ্য প্রবন্ধ প্রকাশ করেছেন।
 
===বিতর্কিত===
‘নজরুল ইসলাম : একটি আদর্শ জীবনীর খোঁজে’ শিরোনামের একক বক্তৃতায় ড. গোলাম মুরশিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাঁর মহীয়সী মা জাহেদা খাতুন ও স্ত্রী প্রমীলা নজরুল ইসলামের চরিত্র হনন করে ভিত্তিহীন, আপত্তিকর, কুরুচিপূর্ণ বক্তব্য রেখেন।<ref>https://www.banglanews24.com/feature/news/bd/139115.details</ref>
তিনি কবি নজরুল ইসলামের আত্মজীবনী 'বিদ্রোহী রণ-ক্লান্ত' নামে একটি বই লেখেন। এই বইটিতে তিনি নজরুলের সম্পর্কে বিভ্রান্তিকর, মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য উপস্থাপন করেন বলে অনেক সমালোচক মনে করেন।
[[সলিমুল্লাহ খান]] ও আরও অনেক লেখকের মতে গোলাম মুরশিদ বাংলা সাহিত্যের জন্য ভয়ংকর ও বিপদজনক।
 
=== প্রবন্ধ-গবেষণা ===
৫২ ⟶ ৪৭ নং লাইন:
* মুক্তিযুদ্ধ ও তারপর: একটি নির্দলীয় ইতিহাস (২০১০)
* যখন পলাতক: মুক্তিযুদ্ধের দিনগুলি (১৯৯৩)
*বিদ্রোহী রণক্লান্ত (২০১৮) (বিতর্কিত)
*বাংলা গানের ইতিহাস (২০২২)
 
=== সম্পাদনা ===
৬১ ⟶ ৫৭ নং লাইন:
 
==সম্মাননা==
* সৃজনশীন ও গবেষণামূলক কাজের জন্য তিনি একাধিক পুরস্কার লাভ করেন যার মধ্যে প্রবন্ধ-গবেষণায় [[বাংলা একাডেমি পুরস্কার]] (১৯৮২) অন্যতম।
* [[প্রথম আলো বর্ষসেরা বই]] পুরস্কার (১৪১২)
* জোহরা-শামসুন্নাহার সাহিত্য গবেষণা পুরস্কার (২০১৬)
* ভাষা ও সাহিত্যে [[একুশে পদক|একুশে পদক ২০২১]]
* [[একুশে পদক]] (২০২১)
* বিদ্যাসাগর বক্তৃতামালা প্রদান, কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৭৩।
* [[একুশে পদক]] ২০২১
 
==আরো দেখুন==