লালবাগের কেল্লা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rizvi Rifat (আলোচনা | অবদান)
→‎ইতিহাস: বানান ঠিক করা হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
সংশোধন বাংলাপিডিয়া
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২৭ নং লাইন:
| url =
}}
'''লালবাগের কেল্লা''' (কিলা আওরঙ্গবাদ) [[ঢাকা|ঢাকার]] [[দক্ষিণ-পশ্চিমাঞ্চলে]] [[বুড়িগঙ্গা নদী|বুড়িগঙ্গা নদীর]] তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ।<ref name="bpedia">{{বইবাংলাপিডিয়া উদ্ধৃতি|শেষাংশ=Rahman|প্রথমাংশ=Habibur|বছর=2012|অধ্যায়=Lalbagh Fort|অধ্যায়ের-ইউআরএল=http://en.banglapedia.org/index.php?title=Lalbagh_Fort|সম্পাদক১-শেষাংশ=Islam|সম্পাদক১-প্রথমাংশ=Sirajul|সম্পাদক১-সংযোগ=Sirajul Islam|সম্পাদক২-শেষাংশ=Jamal|সম্পাদক২-প্রথমাংশ=Ahmedনিবন্ধ A.|শিরোনাম=Banglapedia: Nationalলালবাগ Encyclopediaদুর্গ| ofলেখক Bangladesh|সংস্করণ=Second|প্রকাশক=[[Asiatic Society ofহাবিবুর Bangladesh]]রহমান}}</ref> এটির নির্মাণকাজ শুরু হয়েছিল [[১৬৭৮ সালে]], [[মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ্]] কর্তৃক, যিনি ছিলেন [[সম্রাট আওরঙ্গজেব|সম্রাট আওরঙ্গজেবের]] পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। তার উত্তরসুরি, মুঘল সুবাদার [[শায়েস্তা খাঁ]] ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি।
 
== ইতিহাস==
৫৩ নং লাইন:
=== পরী বিবির সমাধি ===
{{মূল নিবন্ধ|পরীবিবির মাজার}}
লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি। এখানে [[পরী বিবি]] সমাহিত আছেন। [[শায়েস্তা খান]] তার কন্যার স্মরণে এই মনমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্যে উন্মুক্ত । এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরী বিবির সমাধি। আসলে "লালবাগ কেল্লা" বলতে যেই ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরী বিবির সমাধির ছবি। পরী বিবি যার অন্য নাম ইরান দুখত রহমত বানু ছিলেন [[সুবাহ বাংলা]]র মুঘল সুবেদার[[শায়েস্তা খান|শায়েস্তা খানের]] কন্যা। [[মুঘল সম্রাট]] [[আওরঙ্গজেব|আওরঙ্গজেবের]] পুত্র [[মুহাম্মদ আজম শাহ|শাহজাদা মুহাম্মদ আজমের]] সাথে ১৬৬৮ সালের ৩ মে [[পরী বিবি]]র বিয়ে হয়। ১৬৮৪ সালে [[পরী বিবি]]র অকালমৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধীস্থলকে চিহ্নিত করে [[পরীবিবির মাজার|পরী বিবির মাজার]] নির্মিত হয়। পরী বিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ। মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রং এর ফুল-পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলংকৃত করা হয়েছিল। মাঝের একটি ঘরে পরী বিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে আটটি ঘর আছে। স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কষ্টি পাথরে তৈরি এবং চারকোণে চারটি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরের এই গম্বুজটি একসময়ে স্বর্ণখচিত ছিল, পরবর্তীতে পিতলের/তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। স্থাপনাটির অভ্যন্তর ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত ছিল।<ref name="বাংলাপিডিয়া">{{ওয়েববাংলাপিডিয়া উদ্ধৃতি |ইউআরএল নিবন্ধ =http://en.banglapedia.org/index.php?title=Bibi_Pari বিবি পরী|শিরোনাম=বাংলাপিডিয়া|কর্ম লেখক = এ.কে.এম ইয়াকুব হোসাইন এবং আবদুল মমিন চৌধুরী}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.daily-sun.com/post/140008/Seven-places-in-old-Dhaka-mesmeriging-tourists|শিরোনাম=The Daily Sun|কর্ম=}}</ref> ২০.২ মিটার বর্গাকৃতির এই সমাধিটি ১৬৮৮ খ্রিষ্টাব্দের পূর্বে নির্মিত। তবে বিশেষজ্ঞদের অভিমত বর্তমানে এখানে [[পরি বিবি]]র মরদেহ নেই বলে।
 
=== তিন গম্বুজওয়ালা দুর্গ মসজিদ (শাহী মসজিদ) ===