আণবিক ভর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
রূপক পাল (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
রূপক পাল (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
{{উৎসহীন|date=মার্চ ২০১০}}
[[চিত্র:Electron shell 008 Oxygen mk.svg|থাম্ব|অক্সিজেনের আণবিক ভর হয় ১৬.০০ গ্রাম / মোল]]{{কাজ চলছে/২০২২}}'''আণবিক ভর''' (সংক্ষেপে m) হল সংশ্লিষ্ট কোন পদার্থের একটি [[অণু]]র ভর: এটিকে [[ডালটন]] এককে]] (Da বা u) পরিমাপ করা হয়। আণবিক ভর, মোলার ভর এবং ভর সংখ্যা থেকে সম্পূর্ণ আলাদা হয়। একই যৌগের বিভিন্ন অণুর বিভিন্ন আণবিক ভর থাকতে পারে কারণ তারা একটি পদার্থের বিভিন্ন ধরনের [[আইসোটোপ]]কে ধারণ করে থাকে।<sup>[1][2]</sup> [[IUPAC]] সংজ্ঞানুযায়ী, একক পারমাণবিক ভরের সাথে সেই অণুর ভরের অনুপাত কে [[আপেক্ষিক [[আণবিক ভরের পরিমাণ]] পরিমাণ বলা হয় (যা ডালটন নামেও পরিচিত) এবং এটি এককবিহীন হয়। আণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর সম্পূর্ণ আলাদা হলেও [[মোলার ভরের]] সাথে সম্পর্কিত। নির্দিষ্ট একটি পদার্থের ভর এবং সেই পদার্থের পরিমাণের অণুপাতকে মোলার ভর বলা হয় অর্থাৎ মোলার ভরের সংজ্ঞানুযায়ী, একটি পদার্থের ভরকে সেই [[পদার্থের [[পরিমাণ]] দ্বারা ভাগ করাকে বোঝায় এবং এটিকে গ্রাম/মোল (g/mol) এককে প্রকাশ করা হয়। সাধারণত বড় আকারের এবং সহজেই বিশ্লেষণযোগ্য (ওজনযোগ্য) পদার্থের পরিমাপ করতেই মোলার ভর ব্যবহৃত হয়।
 
অনেকক্ষেত্রে প্রামাণিকভাবে, '''আণবিক ওজনকে''' আপেক্ষিক আণবিক ভরের সমার্থক হিসেবে ধরা হয়; যদিও এটি অত্যন্ত পরিবর্তনশীল। আণবিক ওজন কে যখন ডালটন/Da অথবা u এর সঙ্গে পরিমাপ করা হয়, তখন তা গড় ওজন অর্থাৎ মোলার ভরের সমান হয় এবং এটি বিভিন্ন এককযুক্ত হয়ে থাকে। আণবিক জীববিজ্ঞানে, বৃহদাকৃতি জটিল অণুর ভরকে তাদের নিজস্ব আণবিক ওজন হিসেবেই ধরা হয় এবং কিলোডালটন (kDa) এককে তা প্রকাশ করা হয়। যদিও এর সংখ্যাসূচক মানটিকে একটি আনুমানিক এবং একটি গড়মান হিসেবেই বিবেচনা করা হয়।
 
পারস্পরিক সম্পর্কিত এই '''আণবিক ভর,''' '''আণবিক ওজন''' এবং '''[[মোলার ভর]]''' শব্দগুলিকে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রায়শই ঘুড়িয়ে-ফিরিয়ে ব্যবহার করা হয় এবং যেখানে এদের মধ্যে পার্থক্য করা ভীষণ কঠিন হয়ে পড়ে। কিন্তু বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে, এদের মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত আণবিক ভর একটি একক অথবা নির্দিষ্ট অণুর ভরকে নির্দেশ করে এবং এটি আণবিক ওজনের থেকে কিছুটা আলাদা হয়। আণবিক ওজন একটি নমুনার গড় ওজনকে নির্দেশ করে। ২০১৯ সালে এস.আই একক [[SI একক|(SI Unit)]] পরিশোধন এবং পুনঃসংজ্ঞায়িত করার আগে, ডালটন (Da বা u) এককে প্রকাশিত এই পরিমাণগুলি সংজ্ঞানুযায়ী সংখ্যাগতভাবে সমতুল্য ছিল এবং এই নির্দিষ্ট  পরিমাণকে গ্রাম/মোল (g/mol) এককে প্রকাশ করা হত এবং যা ছিল সংখ্যাগতভাবে আন্তঃপরিবর্তনশীল। ২০ মে ২০১৯ সালে SIএস.আই এককের [[SI একক|(SI Unit)]] পুনঃসংজ্ঞায়নের পর, এই সম্পর্কগুলিকে শুধুমাত্র <u>প্রায়</u> সমতুল্য হিসেবে গণ্য করা হয়।
আণবিক জীববিজ্ঞানে, বৃহদাকৃতি জটিল অণুর ভরকে তাদের আণবিক ওজন হিসেবেই ধরা হয় এবং কিলোডালটন (kDa) এককে তা প্রকাশ করা হয়। যদিও এর সংখ্যাসূচক মানটিকে একটি আনুমানিক এবং একটি গড়মান রূপেই বিবেচনা করা হয়।
 
ছোট থেকে মাঝারি আকারের অণুগুলির আণবিক ভর,ভরকে ভর বর্ণালী বীক্ষণ দ্বারা পরিমাপ করা হয় এবং সেই নির্দিষ্ট অণুর [[উপাদানগুলির গঠন নির্ধারণ]] করতেও এটি ব্যবহার করা হয়। [[প্রোটিনের]] মতো বৃহদাকৃতি অণুর আণবিক ভরগুলিকেও ভর বর্ণালী বীক্ষণ দ্বারা নির্ধারণ করা যায়; যদিও, পদার্থের স্ফটিকবিজ্ঞান জাত তথ্য (অর্থাৎ পদার্থের নির্দিষ্ট অণুর উপাদানগুলির গঠন তথ্য) অথবা ভর বর্ণালীকৃত তথ্য উপলব্ধ না থাকলেও [[পদার্থের [[সান্দ্রতা]] এবং [[আলোক-বিচ্ছুরণ]] ধর্মকে ব্যবহার করে সেই পদার্থের আণবিক ভর নির্ধারণ করা সম্ভব ।
পারস্পরিক সম্পর্কিত এই '''আণবিক ভর,''' '''আণবিক ওজন''' এবং '''[[মোলার ভর]]''' শব্দগুলিকে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রায়শই ঘুড়িয়ে-ফিরিয়ে ব্যবহার করা হয় এবং যেখানে এদের মধ্যে পার্থক্য করা ভীষণ কঠিন হয়ে পড়ে। কিন্তু বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে, এদের মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত আণবিক ভর একটি একক অথবা নির্দিষ্ট অণুর ভরকে নির্দেশ করে এবং এটি আণবিক ওজনের থেকে কিছুটা আলাদা হয়। আণবিক ওজন একটি নমুনার গড় ওজনকে নির্দেশ করে। ২০১৯ সালে [[SI একক]] পরিশোধন এবং পুনঃসংজ্ঞায়িত করার আগে, ডালটন (Da বা u) এককে প্রকাশিত এই পরিমাণগুলি সংজ্ঞানুযায়ী সংখ্যাগতভাবে সমতুল্য ছিল এবং এই নির্দিষ্ট  পরিমাণকে g/mol এককে প্রকাশ করা হত এবং যা ছিল সংখ্যাগতভাবে আন্তঃপরিবর্তনশীল। ২০ মে ২০১৯ সালে SI এককের পুনঃসংজ্ঞায়নের পর, এই সম্পর্কগুলিকে শুধুমাত্র প্রায় সমতুল্য হিসেবে গণ্য করা হয়।
 
ছোট থেকে মাঝারি আকারের অণুগুলির আণবিক ভর, ভর বর্ণালী বীক্ষণ দ্বারা পরিমাপ করা হয় এবং সেই নির্দিষ্ট অণুর [[উপাদানগুলির গঠন নির্ধারণ]] করতেও এটি ব্যবহার করা হয়। প্রোটিনের মতো বৃহদাকৃতি অণুর আণবিক ভরগুলিকেও ভর বর্ণালী বীক্ষণ দ্বারা নির্ধারণ করা যায়; যদিও, পদার্থের স্ফটিকবিজ্ঞান জাত তথ্য (নির্দিষ্ট অণুর উপাদানগুলির গঠন তথ্য) অথবা ভর বর্ণালীকৃত তথ্য উপলব্ধ না থাকলেও [[পদার্থের সান্দ্রতা]] এবং [[আলোক-বিচ্ছুরণ]] ধর্মকে ব্যবহার করে সেই পদার্থের আণবিক ভর নির্ধারণ করা সম্ভব ।
 
== সূচিপত্র ==
১৫ ⟶ ১৩ নং লাইন:
* ২. নির্ণয়
** ২.১ ভর বর্ণালী বীক্ষণ
** ২.২ ভর আলোক বীক্ষণমিতি
** ২.৩ তরলপদার্থের শক্তিবিজ্ঞান পদ্ধতি
** ২.৩ তরলপদার্থের শক্তিবিজ্ঞান পদ্ধতি
** ২.৪ স্থিতিশীল আলোক বিচ্ছুরণ পদ্ধতি
২৪ ⟶ ২৩ নং লাইন:
== গণনা ==
 
আণবিক ভরকে, সেই অণুতে উপস্থিত প্রতিটি [[নিউক্লাইডেরনিউক্লাইড]] এর [[পারমাণবিক ভর]] থেকে গণনা করা হয়, আর <u>প্রতিটি উপাদানের [[আদর্শ পারমাণবিক ওজন]]</u><sup>[৩]</sup> থেকে মোলার ভর নির্ণয় করা হয়। কোনো একটি নমুনার সংশ্লিষ্ট  উপাদানের [[আইসোটোপিক বন্টনকে]] বিবেচনা করতে আদর্শ পারমাণবিক ওজন গণনা করা হয় (সাধারণত "স্বাভাবিক" বলে ধরে নেওয়া হয়)। উদাহরণস্বরূপে বলা যায়, [[জলের]] মোলার ভর ১৮.০১৫৩(৩) গ্রাম/মোল হলেও এক একটি জলকণার আণবিক ভর ১৮.০১০ ৫৬৪৬৮৬৩(১৫) ডালটন (<sup>1</sup>H<sub>2</sub> <sup>16</sup>O) এবং ২২.০২৭ ৭৩৬৪(৯) ডালটন (<sup>2</sup>H<sub>2</sub> <sup>18</sup>O) এই সীমার মধ্যেই থাকে।
 
পারমাণবিক এবং আণবিক ভর সাধারণত [[ডালটন]] এককে নির্ধারণ করা হয় যা [[আইসোটোপ]] <sup>12</sup>C (কার্বন ১২) এর ভরের সমান হয়, অর্থাৎ ১২ ডালটন এর সমান হয়। উদাহরণস্বরূপে নিচের তালিকায়, [[মিথেনের]] (আণবিক সূত্র হল CH<sub>4</sub>) মোলার ভর এবং আণবিক ভর গণনা করা হল: