লালবাগের কেল্লা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tasfiquzzaman tamim-এর সম্পাদিত সংস্করণ হতে Mohammad Atiq Tazwer-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
→‎ইতিহাস: বানান ঠিক করা হয়েছে
ট্যাগ: পুনর্বহালকৃত মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
২৯ নং লাইন:
'''লালবাগের কেল্লা''' (কিলা আওরঙ্গবাদ) [[ঢাকা|ঢাকার]] [[দক্ষিণ-পশ্চিমাঞ্চলে]] [[বুড়িগঙ্গা নদী|বুড়িগঙ্গা নদীর]] তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ।<ref name="bpedia">{{বই উদ্ধৃতি|শেষাংশ=Rahman|প্রথমাংশ=Habibur|বছর=2012|অধ্যায়=Lalbagh Fort|অধ্যায়ের-ইউআরএল=http://en.banglapedia.org/index.php?title=Lalbagh_Fort|সম্পাদক১-শেষাংশ=Islam|সম্পাদক১-প্রথমাংশ=Sirajul|সম্পাদক১-সংযোগ=Sirajul Islam|সম্পাদক২-শেষাংশ=Jamal|সম্পাদক২-প্রথমাংশ=Ahmed A.|শিরোনাম=Banglapedia: National Encyclopedia of Bangladesh|সংস্করণ=Second|প্রকাশক=[[Asiatic Society of Bangladesh]]}}</ref> এটির নির্মাণকাজ শুরু হয়েছিল [[১৬৭৮ সালে]], [[মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ্]] কর্তৃক, যিনি ছিলেন [[সম্রাট আওরঙ্গজেব|সম্রাট আওরঙ্গজেবের]] পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। তার উত্তরসুরি, মুঘল সুবাদার [[শায়েস্তা খাঁ]] ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি।
 
[[]]== ইতিহাস==
সম্রাট আওরঙ্গজেবের ৩য় পুত্র, মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবাদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণকাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণকাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে [[দিল্লি]] ডেকে পাঠান। এসময় একটি [[মসজিদ]] ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবাদার [[শায়েস্তা খাঁ]] ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবাদার হিসেবে [[ঢাকা]]য় এসে দুর্গের নির্মাণকাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখত রাহমাত বানুর (পরী বিবি) মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এ দুর্গটিকে অপয়া মনে করেন এবং ১৬৮৪ খ্রিষ্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণকাজ বন্ধ করে দেন।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=Extracts from the Notes on the Antiquities of Dacca|বছর=1903|লেখক=Sayid Aulad Hasan|প্রকাশক=Published by the author|পাতা=5}}</ref> লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরী বিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল; এটিই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি "আওরঙ্গবাদ" নাম বদলে "লালবাগ" নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে ।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=The Archaeological Heritage of Bangladesh|তারিখ=Nov 2011|প্রকাশক=Asiatic Society of Bangladesh|পাতাসমূহ=586}}</ref>
[[চিত্র:Exhibit at Lalbagh Fort, Dhaka.jpg|right|thumb|200px|লালবাগ কেল্লার দরবার হলের মধ্যকার জাদুঘরের প্রদর্শিত শিলালিপি।]]