আম ওয়ান-সাং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন
 
সম্প্রসারণ
২২ নং লাইন:
| nationalteam-update = ১৫:৩৬, ১৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
}}
'''আম ওয়ান-সাং''' ({{lang-ko|엄원상}}, {{lang-en|Um Won-sang}}; জন্ম: ৬ জানুয়ারি ১৯৯৯) হলেন একজন দক্ষিণ কোরীয় পেশাদার [[ফুটবল খেলোয়াড়]]। তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ার পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর [[কে লীগ ১]]-এর ক্লাব [[গোয়াংজু ফুটবল ক্লাব|গোয়াংজু]] এবং [[দক্ষিণ কোরিয়া জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল|দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ দলের]] হয়ে [[আক্রমণভাগের খেলোয়াড় (ফুটবল)|আক্রমণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলেন। তিনি মূলত [[ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড়]] হিসেবে খেললেও মাঝেমধ্যে [[বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলেন।
 
২০১৬ সালে, ওয়ান-সাং [[দক্ষিণ কোরিয়া জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দল|দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-১৭]] দলের হয়ে দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; দক্ষিণ কোরিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। দলগতভাবে, ওয়ান-সাং এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক দলের হয়ে জয়লাভ করেছেন।