আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তানভী (আলোচনা | অবদান)
তানভী (আলোচনা | অবদান)
২৩ নং লাইন:
নবগঠিত মুজিবনগর সরকারে তাকে স্বরাষ্ট্র,কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়<ref name= war> {{cite book |last=শামসুল হুদা চৌধুরী |title= একাত্তরের রনাঙ্গন |publisher= আহমদ পাবলিশিং হাউস |year= ২০০১ |isbn= 984-11-0505-0 | }}</ref> । কামরুজ্জামান ছিলেন কঠোর পরিশ্রমী ত্রাণ ও পুনর্বাসনের কাজে তিনি মুক্তাঞ্চল, শরণার্থী শিবির ও সীমান্ত এলাকায় গিয়ে দিনরাত পরিশ্রম করতেন।
===যুদ্ধপরবর্তীকালীন ভূমিকা===
যুদ্ধ শেষ হবার পর ১৯৭১ সালের [[২২ ডিসেম্বর]] তিনি অন্যান্য নেতৃবৃন্দ ও মন্ত্রীবর্গসহ স্বাধীন দেশের ফেরত আসেন। শেখ মুজিব [[১৯৭২]] সালের [[১০ জানুয়ারি]] ফিরে এলে সরকার পুনর্গঠিত হয়। সেই পুনর্গঠিত সরকারে তিনি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন<ref name= govt/>। [[১৯৭২]] থেকে [[১৯৭৪]] সাল পর্যন্ত বিভিন্ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কামরুজ্জামান৷ ১৯৭৩ সালের সাধারণ নির্বাচনে তিনি [[রাজশাহী]]র দু'টি সদর গোদাগাড়ি ও তানর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন৷ [[১৯৭৪]] সালের [[১৮ জানুয়ারি]] তিনি মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন৷ এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন৷ [[১৯৭৫]] সালে নতুন মন্ত্রিসভায় তিনি শিল্প মন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হন৷ এ সময় [[শেখ মুজিবুর রহমান]] বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ ([[বাকশাল]]) গঠন করলে তিনি বাকশালের কার্যনির্বাহী কমিটির সদস্য হন৷
 
==মৃত্যু==
 
[[১৯৭৫]] সালের [[১৫ আগস্ট]] কিছু বিপথগামী সেনা কর্মকর্তার হাতে [[শেখ মুজিবুর রহমান]] নিহত হলে ঐ সময় কামরুজ্জামান সহ আরো তিন নেতাকে গ্রেফতার ও কারাবন্দী করা হয়। ঐ বছরেরই [[৩ নভেম্বর]] ভোর সাড়ে চারটায় ঊক্ত কারাগারের অভ্যন্তরে তাকে সহ আরো তিন নেতাকে কিছু সেনা সদস্য নির্মমভাবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। তার মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্টে বলা হয় তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম পাওয়া যায় এবং বিশেষ করে ডান দিকের পাঁজরে এবং ডান হাতের কনুইতে বড় রকমের ক্ষত চিহ্ন পাওয়া যায়<ref name=auto>{{cite book |last= সিমিন হোসেন রিমি|title= আমার ছেলেবেলা,১৯৭১ এবং বাবা তাজউদ্দীন আহমদ |publisher= প্রতিভাস |year= ২০০৫ |month= এপ্রিল |isbn= 984-765-008-5| page= পৃ ২০৪ }} </ref>।
 
==তথ্যসূত্র==