টমাস হব্‌স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sumonmadhu730-এর সম্পাদিত সংস্করণ হতে Waraka Saki-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
কিছু সম্পাদনা
১৫ নং লাইন:
| notable_ideas =সামাজিক চুক্তি ধারনার আধুনিক প্রতিষ্ঠাতা; life in the [[state of nature]] is "solitary, poor, nasty, brutish and short"}}
 
'''টমাস হব্‌স''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]] Thomas Hobbes ''টমাস্‌ হব্‌জ়্‌'', [[এপ্রিল ৫]], [[১৫৮৮]]-[[ডিসেম্বর ৪]], [[১৬৭৯]]) ছিলেনষোড়শ শতকের [[ইংল্যান্ড|ইংরেজ]] [[দার্শনিক]] যিনি বিশ্বব্যাপী [[রাজনৈতিক দর্শন|রাজনৈতিক দর্শনের]] বিষয়ে তার কর্মেরতত্ত্ব ও বিশ্লেষণের জন্য অধিকবিশেষভাবে পরিচিত। ১৬৫১ সালে প্রকাশিত ''[[Leviathan (book)|লেভিয়েথন]]'' গ্রন্থে তিনি [[সামাজিক চুক্তি তত্ত্ব|সামাজিক চুক্তি]] তত্ত্বের ধারণা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তিতে পাশ্চাত্যের [[রাজনৈতিক দর্শন|পাশ্চাত্যের রাজনৈতিক দর্শনের]] গোড়াপত্তন করে।<ref>{{বিশ্বকোষ উদ্ধৃতি | সংগ্রহের-তারিখ = 11 March 2009 | শিরোনাম = Hobbes's Moral and Political Philosophy | বিশ্বকোষ= [[Stanford Encyclopedia of Philosophy]] |ইউআরএল= http://plato.stanford.edu/entries/hobbes-moral/ | সূত্র = harv}}</ref>
 
==জন্ম ও কর্মজীবন==
২২ নং লাইন:
হবস খুব মেধাবী ছাত্র ছিলেন। ১৬০৮ সালে হবস মাত্র ২০বছর বয়সে অক্সফোর্ড হতে স্নাতক ডিগ্রি লাভ করেন। অতঃপর তিনি ইংল্যান্ডের অন্যতম অভিজাত ও প্রসিদ্ধ কেভেনসিস পরিবারের গৃহশিক্ষক নিযুক্ত হন। হবস ফরাসি ও ইতালিয় ভাষায় শিক্ষকতা করেন। তিনি প্রথমে কেভেনডিসের এবং আর্ল অব ডিভেনশায়ারের পুত্রের সাথে সমগ্র ইউরোপ পরিভ্রমণ করেন। ফ্রান্সে ভ্রমণকালে প্রথমে [[রনে দেকার্ত|রনে দেকার্তের]] সাথে, পরে ফ্লোরেন্সে [[গ্যালিলিও গ্যালিলেই|গ্যালিলিওর]] সাথে পরিচিতি ঘটে এবং তাদের চিন্তাধারায় বিশেষভাবে প্রভাবিত হন।<ref name="ওদুদ" />
 
হবসহব্‌স ১৬৩১ সালের দিকে পুনরায় ইউরোপ ভ্রমণে যান এবং ১৬৩৭ সালে দেশে ফিরে আসেন। এ সময় তার দেশে গৃহযুদ্ধ চলছিল। তিনি সে সময়ও তিনি শারীরিকভাবে খুব বলিষ্ঠ ছিলেন। কথিত আছে যে, তিনি ৭০ বছর বয়সেও দিব্যি টেনিস খেলতেন। ১৬৭৯ সালের ৪ ডিসেম্বর তিনি ইংল্যান্ডে ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।<ref name="ওদুদ" />
 
==প্রকাশিত গ্রন্থাবলী==