উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৬৪৮ নং লাইন:
:বাংলা বানানের প্রবহমানতায় চন্দ্রবিন্দু ব্যক্তির নামে ব্যবহার ইতিবাচক থেকে নেতিবাচক মনে হয় আমার কাছে। সে ব্যবহারে সমর্থন দিচ্ছি। [[ব্যবহারকারী:Greatder|<span style="color:Black;"> '''—মহাদ্বার'''</span>]] <sup>[[ব্যবহারকারী আলাপ:Greatder|<span style="color:Black;">'''আলাপ'''</span>]]</sup> ১৩:২৯, ১৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)
::এখানে চন্দ্রবিন্দু ব্যক্তির নামে ব্যবহৃত হচ্ছে না। নামের পরিবর্তে যে সর্বনাম (ইংরাজীতে his অথবা her) ব্যবহৃত হয়। বাংলায় সেখানে "তাঁর/তার" ব্যবহৃত হয়। বিশিষ্ট/সম্মানীয় ব্যক্তির সম্মান প্রদর্শনেই সর্বনামে চন্দ্রবিন্দুর ব্যবহার। এটি বাক্যগঠনের প্রশ্ন। ' ইতিবাচক' বা 'নেতিবাচক' মনে হবে কেন, বোঝা গেল না। সংশয় থাকলে,বাংলাভাষায় কোন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হোক। আমার বাংলা ভাষা - বিশিষ্টজনের সম্মান প্রদর্শনে এটুকু করতেই পারে। সে'র ব্যবহারে "শোভন" নয় সবসময়। -- [[ব্যবহারকারী:Lakshmikanta Manna|Lakshmikanta Manna]] ([[ব্যবহারকারী আলাপ:Lakshmikanta Manna|আলাপ]]) ১৫:৩১, ১৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)
::: {{পিং|Lakshmikanta Manna}} এই বিষয়টি বাংলা উইকিপিডিয়ার সর্বাধিক আলোচ্য বিষয়াবলির অন্যতম। এর আগে [[উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০২০/৯-১০#নিবন্ধে সম্মানসূচক ব্যবহার|এখানে]], [[উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০২০/৫-৮#সর্বনাম পদে সম্মানসূচক চন্দ্রবিন্দু অপসারণ|এখানে]], [[উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০১৯/১-৪#নিবন্ধ প্রণেতাদের উদ্দেশ্য|এখানে]] এবং আরও অনেক জায়গায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেগুলোতে হয় চন্দ্রবিন্দু না ব্যবহারের পক্ষে মত এসেছে অথবা ব্যবহারের পক্ষে সুস্পষ্ট মতৈক্য দেখা যায়নি। এ কারণে উইকিপিডিয়ায় “তাঁর”-এর স্থলে “তার” ব্যবহার করা বিধেয়; অন্তত যতক্ষণ না নতুন কোনো মতৈক্য প্রতিষ্ঠিত হয়। — [[ব্যবহারকারী:Meghmollar2017|Meghmollar2017]] • [[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]] • ০৪:৩৯, ১৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)
 
== উইকিবইয়ে '''উইকি শিশুদের ভালোবাসে ২০২১''' নিবন্ধ প্রতিযোগিতা ==