১২ অক্টোবর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
37.111.218.160-এর সম্পাদিত সংস্করণ হতে Lakshmikanta Manna-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
লিঙ্ক যোগ
৩ নং লাইন:
 
== ঘটনাবলী ==
* ১৪৯২- পর্তুগিজ নাবিক [[ক্রিস্টোফার কলম্বাস|কলম্বাস]] পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে (ওয়েস্ট ইন্ডিজ) পৌঁছান, আবিষ্কার হয় আমেরিকা মহাদেশ।
*১৫৩২ - ফ্রাসোয়া পিজারোর নেতৃত্বে স্প্যনিশ বাহিনী পেরুর উপর হামলা চালায়।
*১৭৮১ - ব্রিটিশ সেনাবাহিনী দক্ষিণ ভারতের নাগাপট্টম অধিকার করে।
*১৯০৯ - কলকাতায় [[অনুশীলন সমিতি]] নিষিদ্ধ ঘোষিত হয়।
* ১৯৬৪- তিন রুশ নভোচারী ভ্লাদিমির কোমানভ, কন্সতান্তিন ফিওক্তিস্তভ ও বোসি ইয়োগোরভ নভোযান ভস্তক-২৪ এ মহাশূন্যে পাড়ি দেন। তারা ২৪ ঘণ্টা ১৭ মিনিট মহাশূন্যে ভ্রমণ শেষে ভূপৃষ্ঠে অবতরণ করেন।
*১৯৬৮ - ঘানা স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়।
*১৯৭২ - [[বাংলাদেশের সংবিধান]] সর্বপ্রথম গণপরিষদে উত্থাপন হয়।
*১৯৭৬ - বিশ্বের বৃহত্তম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয় । সৌদি আরব এই মসজিদ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করে ,তাই এই অনুষ্ঠান পরিচালনা করেন সৌদি আরবের বাদশাহ খালেদ ।খালেদ।
*১৯৮৬ - এল সালভেদারে ভূমিকম্পে ১৮০০ লোকের প্রাণহানি ঘটে।
*১৯৯২ - কলকাতায় প্রথম দক্ষিণ এশীয় উৎসব শুরু।
*১৯৯৯ - পাকিস্তানের সেনা বাহিনী প্রধান জেনারেল [[পারভেজ মুশাররফ|পারভেজ মোশাররফ]] এক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী [[নওয়াজ শরীফকেশরীফ]]<nowiki/>কে অপসারণ করে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন ।করেন।
*১৯৯৯ - হলো জাতিসংঘের ধার্য করা ” বিশ্বের ৬০০ কোটি লোকসংখ্যা দিবস”। চীনের রাজধানী পেইচিংয়ের বিভিন্ন মহলের লোকেরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে এক বিরাট সমাবেশ অনুষ্ঠিত করে লোকসংখ্যা ও উন্নয়নের এই অভিন্ন বিশ্বজনীন সমস্যার ওপর মনোযোগ দিয়েছেন।
*১৯৯৯ - টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করা হয়।