প্রথম ফুয়াদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সত্য অপলাপ (আলোচনা | অবদান)
লিঙ্কের পরামর্শ: ৩টি লিঙ্ক যুক্ত করা হয়েছে।
৩২ নং লাইন:
| religion = [[ইসলাম]] ([[সুন্নি]])
}}
'''প্রথম ফুয়াদ''' ({{lang-ar|فؤاد الأول}} ''Fu’ād al-Awwal''; ২৬ মার্চ ১৮৬৮ - ২৮ এপ্রিল ১৯৩৬) ছিলেন মিশর ও সুদানের সুলতান ও পরবর্তীকালে বাদশাহ। তিনি মিশর ও সুদানের [[মুহাম্মদ আলি রাজবংশ|মুহাম্মদ আলি রাজবংশীয়]] শাসকদের মধ্যে নবম। তাঁর বড় ভাই সুলতান [[হুসাইন কামেল|হুসাইন কামেলের]] উত্তরসূরি হিসেবে ১৯১৭ সালে তিনি মিশরের সুলতান হন। ১৯২২ সালে [[যুক্তরাজ্য]] মিশরের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়ার পর তিনি সুলতানের বদলে বাদশাহ উপাধি গ্রহণ করেন।{{তথ্যসূত্র প্রয়োজন}}
 
==প্রারম্ভিক জীবন==
ফুয়াদ [[কায়রো|কায়রোর]] গিজা প্রাসাদে জন্মগ্রহণ করেছেন। তিনি ছিলেন [[ইসমাইল পাশা|ইসমাইল পাশার]] সপ্তম পুত্র।<ref>[http://www.royalark.net/Egypt/egypt13.htm Royal Ark]</ref> তাঁর মা ছিলেন ফেরিয়াল কাদিন।<ref name=Hassan2000>{{বই উদ্ধৃতি|লেখক=Hassan Hassan|শিরোনাম=In the House of Muhammad Ali: A Family Album, 1805-1952|ইউআরএল=http://books.google.com/books?id=O0T5Yx6gyUgC&pg=PR9|সংগ্রহের-তারিখ=5 February 2013|বছর=2000|প্রকাশক=American Univ in Cairo Press|আইএসবিএন=978-977-424-554-1|পাতাসমূহ=9–}}</ref>
 
সুলতান হওয়ার পূর্বে ফুয়াদ [[কায়রো বিশ্ববিদ্যালয়]] প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৯০৮ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম রেক্টর হন। ১৯১৩ সালে পদত্যাগের আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন। তৎকালীন বিচারমন্ত্রী হুসাইন রুশদি পাশা এসময় তাঁর স্থলাভিষিক্ত হন। ১৯১৩ সালে ফুয়াদ তাঁর নিজের জন্য আলবেনিয়ার সিংহাসন অধিকারের ব্যর্থ চেষ্টা চালান। এর এক বছর পূর্বে আলবেনিয়া [[উসমানীয় সাম্রাজ্য|উসমানীয় সাম্রাজ্যের]] কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। সে সময় তাঁর ভাইপো [[দ্বিতীয় আব্বাস হিলমি পাশা]] মিশর শাসন করছিলেন এবং নিজ দেশে ফুয়াদের শাসক হওয়ার সম্ভাবনা কম ছিল। এ সকল কারণে এবং মুহাম্মদ আলি রাজবংশ আলবেনীয় বংশোদ্ভূত হওয়ার কারণে ফুয়াদ [[আলবেনিয়া]]র সিংহাসন লাভের প্রচেষ্টা চালান।<ref>{{বই উদ্ধৃতি|শেষাংশ=Reid|প্রথমাংশ=Donald Malcolm|শিরোনাম=Cairo University and the Making of Modern Egypt|ইউআরএল=http://books.google.co.uk/books?id=xA-l2axd-mEC&pg=PA61|সংগ্রহের-তারিখ=27 February 2010|ধারাবাহিক=Volume 23 of Cambridge Middle East Library|বছর=2002|প্রকাশক=[[Cambridge University Press]]|আইএসবিএন=978-0-521-89433-3|oclc=49549849|পাতাসমূহ=61–62}}</ref> ১৯১৫ থেকে ১৯১৮ সাল নাগাদ ফুয়াদ ইজিপশিয়ান জিওগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.server2002.net/egs1/president.html|শিরোনাম=The Presidents of the Society|প্রকাশক=[[Egyptian Geographic Society]]|সংগ্রহের-তারিখ=27 February 2010|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20110724061011/http://www.server2002.net/egs1/president.html|আর্কাইভের-তারিখ=২৪ জুলাই ২০১১|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref>
 
==শাসনকাল==