রন গন্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
সত্য অপলাপ (আলোচনা | অবদান)
লিঙ্কের পরামর্শ: ২টি লিঙ্ক যুক্ত করা হয়েছে।
৬৯ নং লাইন:
'''রোনাল্ড আর্থার গন্ট''' ({{lang-en|Ron Gaunt}}; জন্ম: ২৬ ফেব্রুয়ারি, ১৯৩৪ - মৃত্যু: ৩১ মার্চ, ২০১২) পশ্চিম অস্ট্রেলিয়ার ইয়র্ক এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫০-এর দশকের শেষার্ধ্ব থেকে ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়কাল পর্যন্ত অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি| ইউআরএল = http://www.espncricinfo.com/australia/content/player/5372.html| শিরোনাম = Ron Gaunt| প্রকাশক = Cricinfo| সংগ্রহের-তারিখ = 30 July 2019}}</ref>
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে [[ভিক্টোরিয়া ক্রিকেট দল|ভিক্টোরিয়া]] ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি [[ফাস্ট বোলিং|ফাস্ট বোলার]] হিসেবে খেলতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন '''রন গন্ট'''।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
৭৭ নং লাইন:
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন রন গন্ট। তিনটি ভিন্ন ভিন্ন সিরিজে এ তিনটি টেস্টে অংশ নেন। ২৪ জানুয়ারি, ১৯৫৮ তারিখে ডারবানে স্বাগতিক [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকা দলের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২৪ জানুয়ারি, ১৯৬৪ তারিখে অ্যাডিলেডে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
আঘাতপ্রাপ্ত ইয়ান মেকিফের শূন্যতা পূরণে তাকে দলে নিয়ে আসা হয়। ১৯৫৭-৫৮ মৌসুমে ডারবানে অনুষ্ঠিত টেস্ট ক্রিকেট অভিষেকে প্রথম ওভারেই [[ডিক ওয়েস্টকট|ডিক ওয়েস্টকটের]] উইকেট লাভের কৃতিত্ব দেখান। সব মিলিয়ে ৪৪.২৮ গড়ে ৭টি টেস্ট উইকেট লাভ করেন।