এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shihab1729 (আলোচনা | অবদান)
চিত্র যোগ #WPWP #WPWPBN
২৫ নং লাইন:
== জীবনী ==
অ্যাপলটন ইংল্যান্ডের [[পশ্চিম ইয়র্কশায়ার|পশ্চিম ইয়র্কশায়ারের]] [[ব্রাডফোর্ড|ব্রাডফোর্ডে]] জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক পড়াশোনা সম্পন্ন হয় হ্যানসন গ্রামার স্কুলে। ১৮ বছর বয়সে কেমব্রিজের [[সেন্ট জন্‌স কলেজ, কেমব্রিজ|সেন্ট জন্‌স কলেজে]] পড়াশোনার জন্য একটি বৃত্তি লাভ করেন। সেখান থেকে প্রাকৃতিক বিজ্ঞানে প্রথম শ্রেণীর ডিগ্রী নিয়ে বের হন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি পশ্চিম রাইডিং রেজিমেন্টে যোগ দেন এবং পরবর্তিতে রয়েল ইঞ্জিনিয়ার্‌সে বদলি হন।
[[চিত্র:Grave of Sir Edward Appleton - geograph.org.uk - 1234267.jpg|থাম্ব|স্যার এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটনের কবর, মর্নিংসাইড কবরস্থান, এডিনবার্গ]]
 
বিশ্বযুদ্ধে সক্রিয় অবদান রাখেন। যুদ্ধের পর ফিরে এসে ১৯২০ সালে ইংল্যান্ডের [[ক্যাভেন্ডিশ গবেষণাগার|ক্যাভেন্ডিশ গবেষণাগারে]] পরীক্ষণিক পদার্থবিজ্ঞানের সহকারী প্রদর্শকের চাকরিতে যোগ দেন। ১৯২৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত [[কিংস কলেজ লন্ডন|কিংস কলেজ লন্ডনের]] পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক পদে কাজ করেন এবং ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত [[কেমব্রিজ বিশ্ববিদ্যালয়|কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের]] প্রাকৃতিক দর্শন বিভাগের অধ্যাপক পদে নিযুক্ত থাকেন। এরপর ১৯৪৯ সাল পর্যন্ত প্রায় ১০ বছর সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বিভাগের সচিবের দায়িত্ব পালন করেন।