উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jayantanth (আলোচনা | অবদান)
৭৪৫ নং লাইন:
 
-<span style="text-shadow:1px 1px black">[[ব্যবহারকারী:Mrb Rafi| <font color="#777B80">বিদ্রোহী রণক্লান্ত</font>]] <sup>[[ব্যবহারকারী আলাপ:Mrb Rafi|বার্তা..]]</sup></span> ১২:১৪, ২৯ জুন ২০২১ (ইউটিসি)
 
== বাংলা উইকিপিডিয়ায় সর্বস্তরে পশ্চিমবঙ্গে প্রচলিত বঙ্গাব্দ তরিখের ব্যবহার যুক্ত করার অনুরোধ ==
 
নমস্কার<br>
এই মহামারীকালে মনের অন্তর থেকে আমি আশা ও কামনা করছি যে আমার বাংলা সম্প্রদায়ের প্রত্যেকটি সদস্য ও তাহার আপনজনরা সুস্থ আছেন, ভালো আছেন।
আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশাসকবৃন্দ তথা সম্প্রদায়ের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই তবে তার আগে বলে নেওয়া ভালো যে আমি একটু অবাকই যে কী করে এই চরম গুরুত্বপূর্ণ বিষয়টি আপামর অবদানকারীগণের (বিশেষকরে ভারতীয় অবদানকারীগণের) দৃষ্টি এযাবৎ এড়িয়ে গেছে। যাই হোক, প্রসঙ্গটি যদি ইতিপূর্বেই উত্থাপিত কখনো হয়ে থাকে তবে মার্জনা করবেন আমি খেয়াল করিনি। সেক্ষেত্রে আবারও এপ্রসঙ্গটি তোলার জন্য আশা করি কেহ কিছু মনে করবেননা। ভারত ও বাংলাদেশে যে বাংলা ক্যালেন্ডার ব্যবহৃত হয় তা হলো ভিন্ন যা অনেকেই বোধহয় জানেন। এহেন পরিস্থিতিতে বাংলা উইকিপিডিয়ার মুখ্যপৃষ্ঠা হইতে শুরু করে যেকোনো নিবন্ধ/পৃষ্ঠার শুরুতে তারিখ-উল্লেখ (উদাঃ "১৫ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, মঙ্গলবার" বলে যে লেখাটি দেখা যায়) ও গোটা বিশ্বকোষ জুড়ে অঢেল জায়গায় স্রেফ বাংলাদেশে প্রচলিত তারিখটাই একমাত্র ব্যবহার হতে দেখা যায়। এতে, নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ ভারতের অন্যান্য জায়গার পাঠকদের মাঝে একটু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। যেমন ধরুন, আজকের তারিখটিই যদি আমি উদাহরণস্বরূপ ধরে নিই তাহলে পশ্চিমবঙ্গের কোনো প্রান্তে কোনো ব্যক্তি আজ সকালের খবরের কাগজে ১৪ই আষাঢ় ১৪২৮ দেখে বাংলা উইকিপিডিয়া খুললে ১৫ই আষাঢ় ১৪২৮ লেখা দেখতে পাবেন। এতে তিনি ভ্যাবাচ্যাকা খেয়ে যেতে পারেন। অতঃপর বাংলাদেশের তারিখের পাশাপাশি ভারতে প্রচলিত তারিখটিও যেন বাংলা উইকিপিডিয়ায় সর্বস্তরে ব্যবহৃত হয় এই অনুরোধ জানাচ্ছি।<br>
প্রশাসকবৃন্দের সুবিধার্থে ইতিমধ্যেই {{[[টেমপ্লেট:বাংলা তারিখ ভারত|বাংলা তারিখ ভারত]]}} বলে একটি টেমপ্লেট আমি বানিয়েছি যেটিতে পশ্চিমবাংলা, ত্রিপুরা, আসাম সহ ভারতের অন্যান্য জায়গায় ব্যবহৃত বাংলা ক্যালেন্ডারের সঠিক তারিখ পাওয়া যাবে। সুস্থ ও সাবধানে থাকুন সকলে। ধন্যবাদ। -- [[ব্যবহারকারী:Mouryan|Mouryan]] ([[ব্যবহারকারী আলাপ:Mouryan|আলাপ]]) ১৭:১৬, ২৯ জুন ২০২১ (ইউটিসি)