জেফ্রি বাওয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ত্রুটি সংশোধন (ID: 19) অউব্রা ব্যবহার করে
২৫ নং লাইন:
 
==শিক্ষাজীবন==
তিনি [[রয়্যাল কলেজ, কলম্বো]] তে পড়াশোনা করেন। যার পরে তিনি ১৯৩৮ সালে , [[সেন্ট ক্যাথারিনস কলেজ, কেমব্রিজ]] ইংরেজি এবং আইনে [[আর্টস ব্যাচেলর|বিএ]] (ইংলিশ লিটারেচার ট্রাইপোস) অর্জন করেন। ১৯৪৪ সালে [[ব্যারিস্টার]] হওয়ার জন্য বিষয়ে আইন অধ্যয়ন করার লক্ষে [[লন্ডন|লন্ডনের]] মিডটেম্পলে যান। [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]] পরে সিলোন ফিরে, তিনি কলম্বোর একটি আইন ফার্মে কাজ করেছিলেন। মায়ের মৃত্যুর পরে, তিনি এই পেশাটি ছেড়ে যান এবং খুব শীঘ্রই ১৯৪৬ সালে দু'বছরের জন্য ভ্রমনে বের হন। এই সময়ে আমেরিকা যুক্তরাষ্ট্র পাড়ি দিয়ে দুরপ্রাচ্য ও ইউরোপে যান এবং শেস পর্যন্ত ইতালিতে প্রায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি|শেষাংশ=Robson|প্রথমাংশ=David|শিরোনাম=Geoffrey Bawa|ইউআরএল=https://www.theguardian.com/news/2003/may/30/guardianobituaries.artsobituaries|প্রকাশক=The Guardian|সংগ্রহের-তারিখ=20 August 2011|অবস্থান=London|তারিখ=30 May 2003}}</ref> তাঁর বয়স যখন ২৮ বছর ততদিনে তিনি তাঁর জীবনের এক তৃতীয়াংশ শ্রীলঙ্কা থেকে দূরে কাটিয়েছিলেন। ইটালিতে একটি ভিলা কিনে বসতি স্থাপনের পরিকল্পনা করেছিলেন কিন্তু তা বাস্তবায়ন হয়নি এবং ১৯৪৮ সালে মধ্যে তিনি শ্রীলঙ্কায় ফিরে আসেন। দেশে এসে জেফ্রি বাওয়া দক্ষিণ-পশ্চিম উপকূলে [[কলম্বো]] এবং [[গল]] মধ্যবর্তী [[লুনুগঙ্গা]]য় একটি পরিত্যক্ত রাবার এস্টেট কিনেন। তার পরিকল্পনা ছিলো, এই গ্রীষ্মমন্ডলীয় আবহাওয়ায় একটি ইতালীয় বাগান তৈরি করবেন।। তবে, শীঘ্রই অনুধাবন করলেন যে যে পর্যাপ্ত প্রযুক্তিগত দক্ষতা ছাড়া এটা সম্ভব না। অবশেষে পুনরায় স্থপত্য পেশায় আত্ননিয়োগ করেন। ১৯৫১ সালে, ''এডওয়ার্ডস, রিড এবং বেগ'' নামক এক বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠানের একমাত্র জীবিত অংশীদার এইচ এইচ রেডের সাথে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন। ১৯৫২ সালে রিড মারা যান, বাওয়া [[ইংল্যান্ড]] ফিরে এক বছর [[ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়|কেমব্রিজ]] এ কাটিয়ে শেষমেষ ভর্তি হন [[আর্কিটেকচারাল অ্যাসোসিয়েশন স্কুল অব আর্কিটেকচার]] লন্ডনে। ১৯৫৬ সালে সেখান থেকে স্থাপত্যে ডিপ্লোমা অর্জন করেন এবং পরের বছরে [[রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস]] এর সহযোগী হন। আজ অবধি তাকে [[আর্কিটেকচারাল অ্যাসোসিয়েশন স্কুল অফ আর্কিটেকচার]] তাঁর প্রজন্মের সবচেয়ে লম্বা, প্রবীণ এবং মেধাবী ছাত্র হিসাবে স্মরণ করে থাকে। ১৯৫৭ সালে, ৩৮ বছর বয়সে তিনি শ্রীলঙ্কায় ফিরে রিডের যোগ্য উত্তরসূরী স্থপতি হিসাবে কাজ শুরু করেন।<ref name = "Geoffrey Bawa">ite ite{{ cite web | শিরোনাম = জিওফ্রে বাওয়া | url = http: //archnet.org/library/parties/one-party.jsp?party_id=73 | প্রকাশক = আর্কেট | অ্যাক্সেসডেট = 20 আগস্ট 2011 | url-status = মৃত | সংরক্ষণাগার = https: //web.archive.org/web/ 20100828060448 / http: //archnet.org/library/parties/one-party.jsp? Party_id = 73 | আর্কাইভেট = 28 আগস্ট 2010 | df = dmy}}</ref>
 
==স্থাপত্য চর্চা==
সিলন থেকে ফিরে স্থপতি বাওয়া কলম্বোর স্থাপত্য প্রতিষ্ঠান ''মেসার্স এডওয়ার্ড, রেড এন্ড বেগ''-এ অংশীদার হিসেবে কাজ শুরু করেন। সময়টা তখন ১৯৫৮. পরের বছরই ডেনিশ স্থপতি [[উলরিক প্লেজনার]] তার সাথে যোগদান করেন। তারা দুজনে বেশ ব্যস্ত সময় কাটান, অনেকগুলি ভবনের ডিজাইন করেন। স্থাপত্য চর্চায় তারা একটা নিজস্ব ধরনের জন্ম দেন যাকে ট্রপিক্যল মডার্নিজম বা [[ক্রান্তীয় আধুনিকতাবাদ]] বলে আখ্যায়িত করা হয়।
 
[[তাপ্রোবেন আইল্যান্ডের]] [[মরিস তালভান্দে]]র মতো তাদের বেশিরভাগ কাজের মুল অনুপ্রেরণা ছিলো নিজস্বতা তৈরী করা।<ref>Aldrich, Robert ''Cultural Encounters and Homoeroticism in Sri Lanka: Sex and Serendipity'', Routledge, 2014, pp66-79, 123-134</ref> বাওয়ার স্থাপত্যটি পরিসরের অভ্যন্তর এবং বাইরের মধ্যে বাধাহীন মিথস্ক্রিয়া ঘটায় এবং এটি এর বাসিন্দাদের জন্য জন্য উপভোগ্য হয়ে ওঠে। তিনি উপনিবেশিক এবং আঞ্ছলিক সিলনিজ স্থাপত্যের দ্বারা অনুপ্রানিত ছিলেন এবং দ্বীপরাস্ট্র শ্রীলঙ্কার পটভূমিতে মুক্ত পরিসরের সাথে পানি প্রবাহের সৌন্দর্যকে খুঁজে বের করে ছিলেন তবে সংকীর্ন আঞ্চলিকতাবাদ এবং কোন কিছুকে চাপিয়ে দেয়ার বিরোধিতা করতেন।<ref>Aldrich, Robert ''Cultural Encounters and Homoeroticism in Sri Lanka: Sex and Serendipity'', Routledge, 2014, p125</ref><blockquote>"বাওয়ার কাজের তালিকায় ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারীসরকারি এবং বেসরকারী ব্যবসায়িক এবং আবাসিক ভবনের ডিজাইন রয়েছে। সবক্ষেত্রেই তিনি একটি স্বতন্ত্র ধরনের উপস্থাপন করেছেন যা একান্তই তাকে প্রকাশ করে। প্রথম দিককার কাজের মধ্যে শ্রীলঙ্কার স্থানিক বৈশিস্ট এবং স্থানীয় উপকরণ সমৃদ্ধ ট্রপিক্যল আধুনিকতাবাদকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা বেশি পাওয়া যায়। </blockquote><blockquote>এটি এমন একটি স্থাপত্যের ক্রমবিকাশকে তরান্বিতত্বরান্বিত করছিলো যা প্রাচ্য ও পাশ্চাত্যের, প্রথাগত ও চিত্রানুগ সংমিশ্রণ,- যা ভিতরে এবং বাইরের ভবন এবং ল্যান্ডস্কেপের মধ্যে বাহ্যিক বাধা দুর করে ক্রান্তীয় শহরে বসবাস ও কাজের উপযোগী একটি নতুন সম্ভাবনার চিত্র তুলে ধরে।<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=https://www.theguardian.com/news/2003/may/30/guardianobituaries.artsobituaries|শিরোনাম=Geoffrey Bawa Obituary|শেষাংশ=Robson|প্রথমাংশ=David|তারিখ=May 29, 2003|কর্ম=The Guardian|সংগ্রহের-তারিখ=}}</ref></blockquote>
==প্রভাব==
জেফ্রি বাওয়া তার পরবর্তী প্রজন্মের স্থাপতিদেরকে বেশ প্রভাবিত করতে পেরেছেন।[[প্লেজনার]] ১৯৬৭ সালে শ্রীলঙ্কা ত্যাগ করেন।<ref>[[Ulrik Plesner]]: In Situ. An architectural memoir from Sri Lanka.'' Aristo Publishing, 2013, 451 pages, illustrated.</ref> তারপরে বাওয়া তার স্থাপত্য চর্চাকে আরো বিস্তৃত করেন। ১৯৬০ সালে জেফ্রি বাওয়া শ্রীলঙ্কা ইন্সটিটিউট অব আর্কিটেক্টসের সদস্য হন। ১৯৬৯ সালে এর প্রেসিডেন্টের দ্বায়িত্ব পালন করেন। [[এনা ডি সিলভা]], [[বার্বারা সানসোনি]] এবং [[লাকি সেনানায়েকে|লাকি সেনানায়েকের]] মত সমজাতীয় শিল্পী ও ডিজাইনারদের সাথে ঘনিষ্ঠতা, দেশীয় উপকরণ এবং কারুকাজ সম্পর্কে একটি নতুন সচেতনতা তৈরি করেছিল, যার ফলে একটি উপনিবেশিক উত্তর সংস্কৃতিক পুনর্জাগরণ যায়গা করে নেয়। তবে তার উত্তরসূরীদের এশিয়া এবং বিশ্বের অনেক যায়গায় বিব্রতকর পরিস্থিতিও মোকাবলিা করতে হয়েছে। তবুও সারাবিশ্বব্যাপী তার অনুসারী সংখ্যা কম নয়। সিংগাপুর ভিত্তিক অন্ট্রেলিয়ান স্থপতি [[কেরি হিল]] তেমনই একজন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শেষাংশ১=Hunn |প্রথমাংশ১=Patrick |শিরোনাম=The 'Australian architect behind some of Asia's most innovative buildings,' Kerry Hill, dies aged 75 |ইউআরএল=https://architectureau.com/articles/kerry-hill-dies-aged-75/?mc_cid=8328b13dcb&mc_eid=c9d4c2092f#img=0 |ওয়েবসাইট=ArchitectureAU |প্রকাশক=Architecture Media Pty Ltd |সংগ্রহের-তারিখ=2 September 2018}}</ref>
 
==কর্ম সমূহ==
জেফ্রি বাওয়া বেশিরবাগই কাজই শ্রিলংকাতে অবস্থিত। দেশেরে বাইরে প্রকল্পের মধ্যে ভারতে ৯টি, ইন্দোনেশিয়ায় ৩টি এবং [[মরিশাস|মরিশাসে]] ২টি প্রকল্পে কাজ করেছেন। এছাড়া জাপান, পাকিস্তান, ফিজি, মিশর এবং সিঙ্গাপুরের স্থাপত্য কর্মেও তার অবদান আছে। আবাসিক ভবন, হোটেল, বিদ্যালয়, ক্লাব, অফিস, এবং সরকারীসরকারি ভবন ইত্যাদি প্রকল্পে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে [[শ্রীলঙ্কা ন্যাশনাল পার্লামেন্ট]]।<ref name="Geoffrey Bawa"/> কলম্বোয় অবস্থিত বাওয়ার পুরাতন অফিস ভবনে গ্যালারি ক্যাফে স্থাপন করা হয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.paradiseroad.lk/restaurants/paradise-road-the-gallery-cafe/ |ওয়েবসাইট=Paradise Road Gallery Cafe}}</ref>
 
{{col-begin}}
৮০ নং লাইন:
* পিসি ডি সারাম টেরাস হাউস, কলম্বো (১৯৭০-১৯৭৩)
* সায়েন্স ব্লক, [[নিউজিগোদা]] (১৯৭১)
* [[মাদুরাই ক্লাব]], মাদুরাই, ভারত, (১৯৭১-১৯৭৪)<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Remembering Bawa |ইউআরএল=https://www.archdaily.com/460721/remembering-bawa/52b0a752e8e44ee813000054-remembering-bawa-image |ওয়েবসাইট=ArchDaily}}</ref>- it has been renamed as [http://www.heritagemadurai.com/index.html Heritage Madurai] {{ওয়েব আর্কাইভ|urlইউআরএল=https://web.archive.org/web/20161201081212/http://www.heritagemadurai.com/index.html |dateতারিখ=১ ডিসেম্বর ২০১৬ }}.
* হোটেল চোনামারা সংস্কার, চেন্নাই, ভারত (১৯৭১-১৯৭৬)
* [[মেডিটেরান ক্লাব]], নিলাভেলি, (১৯৭২)
১৩৩ নং লাইন:
* অনন্তারা কালুতারা রিসোর্ট, [[কালুতারা]] (বাওয়ার মৃত্যুর পরে ২০০৬ সালে সম্পূর্ন হয়।)<ref>[http://kalutara.anantara.com/Geoffrey-Bawa/default.aspx "Anantara Kalutara , One of Geoffrey Bawa's final projects"]</ref>
;Unbuilt
* [[জাতিসংঘ কার্যালয়,]] মালে]], [[মালদ্বীপ]] (1985)
{{col-end}}
==পুরস্কার এবং সম্মাননা==
১৬৮ নং লাইন:
* [[চার্লস কোরিয়া]]
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}