কাজী নজরুল ইসলামের রচনাবলি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ, তথ্যসূত্র যোগ/সংশোধন
৩ নং লাইন:
 
== কবিতা ==
{| class="wikitable"
* [[অগ্নিবীণা (কাব্যগ্রন্থ)|অগ্নিবীণা]] (১৯২২)
|-
* [[সঞ্চিতা (কাব্যগ্রন্থ)|সঞ্চিতা]] (১৯২৫)
! গ্রন্থ
* [[সাম্যবাদী]] (১৯২৫)
! প্রকাশকাল (বঙ্গাব্দ)
* [[ফণী-মনসা (কাব্যগ্রন্থ)|ফণী-মনসা]] (১৯২৭)
! প্রকাশকাল (খ্রিস্টাব্দ)
* [[চক্রবাক]] (১৯২৯)
! বিষয়বস্তু
* [[সাতভাই চম্পা]] (১৯৩৩)
|-
* [[নির্ঝর]] (১৯৩৯)
| ''[[অগ্নিবীণা (কাব্যগ্রন্থ)|অগ্নিবীণা]]''
* [[নতুন চাঁদ]] (১৯৩৯)
| কার্তিক ১৩২৯ বঙ্গাব্দ
* [[মরুভাস্কর]] (১৯৫১)
| ২৫শে অক্টোবর ১৯২২ খ্রিস্টাব্দ
* [[সঞ্চয়ন]] (১৯৫৫)
| এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - ‘[[প্রলয়োল্লাস (কবিতা)|প্রলয়োল্লাস]]’, ‘[[বিদ্রোহী (কবিতা)|বিদ্রোহী]]’, ‘রক্তাম্বর-ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত-ইল-আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’। এছাড়া গ্রন্থটির সর্বাগ্রে বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ-কে উৎসর্গ করে লেখা একটি উৎসর্গ কবিতাও আছে।
* [[নজরুল ইসলাম: ইসলামী কবিতা]] (১৯৮২)
|-
*[[আনন্দময়ীর আগমনে]]
| ''[[সাম্যবাদী]]''
| পৌষ ১৩৩২ বঙ্গাব্দ
| ২০শে ডিসেম্বর ১৯২৫ খ্রিস্টাব্দ
| বইটিতে মোট ১১ টি কবিতা রয়েছে । সবগুলোতেই মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে ।
|-
| ''[[ঝিঙে ফুল]]''
| চৈত্র ১৩৩২ বঙ্গাব্দ
| ১৪ই এপ্রিল ১৯২৬ খ্রিস্টাব্দ
| ছোটদের কবিতা
|-
| ''[[সিন্ধু হিন্দোল]]''
| ১৩৩৪ বঙ্গাব্দ
| ১৯২৮ খ্রিস্টাব্দ
| এই কাব্যগ্রন্থে মোট ১৯টি কবিতা রয়েছে।
|-
| ''[[চক্রবাক]]''
| ভাদ্র ১৩৩৬ বঙ্গাব্দ,
| ১২ই আগস্ট ১৯২৯ খ্রিস্টাব্দ
| এই কাব্যে নজরুল বেদনার ছবি তুুুলে ধরেছেন; এতে রয়েছে প্রেমের অনুুুভূতি এবং অতীত সুুখের স্মৃতিচারণা।
|-
| ''[[নতুন চাঁদ]]''
| চৈত্র ১৩৫১ বঙ্গাব্দ
| মার্চ ১৯৪৫ খ্রিস্টাব্দ।
| এতে রয়েছে নজরুলের ১৯টি কবিতা।
|-
| ''[[মরুভাস্কর]]''
| ১৩৫৭ বঙ্গাব্দ
| ১৯৫১ খ্রিস্টাব্দ
| হজরত মোহাম্মদ সঃ এর জীবনী নিয়ে চারটি সর্গে ১৮ টি খণ্ড-কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ।
|-
| ''[[নজরুল ইসলাম: ইসলামী কবিতা]]''
|
| ১৯৮২ খ্রিস্টাব্দ
| নজরুল ইসলামের ইসলামী কবিতা সংকলন
|}
*<ref name=ni>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.nazrulinstitute.gov.bd/site/page/3f2cae43-d7f4-4283-a49d-32882572f3a1/- |শিরোনাম= নজরুলের গ্রন্থপঞ্জি |তারিখ= ২৯ মে ২০২১ |ওয়েবসাইট=nazrulinstitute.gov.bd |প্রকাশক=নজরুল ইন্সটিটিউট |সংগ্রহের-তারিখ=২৯ মে ২০২১}}</ref>
 
== কবিতা ও গান ==
{| class="wikitable"
|-
! গ্রন্থ
! প্রকাশকাল (বঙ্গাব্দ)
! প্রকাশকাল (খ্রিস্টাব্দ)
! বিষয়বস্তু
|-
| ''[[দোলন-চাঁপা]]''
| আশ্বিন ১৩৩০ বঙ্গাব্দ
| অক্টোবর ১৯২৩ খ্রিস্টাব্দ
| প্রথম সংস্করণ এই কাব্যগ্রন্থে ১৯টি কবিতা ছিল। সূচিপত্রের আগে মুখবন্ধরূপে সংযোজিত কবিতা "আজ সৃষ্টি-সুখের উল্লাসে" ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ খ্রিষ্টাব্দ) জ্যৈষ্ঠ মাসের কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। দোলনচাঁপা কাব্যগ্রন্থের পরবর্তী সংস্করণে ৫০ টি কবিতা সংকলিত হয়।
|-
| ''[[বিষের বাঁশি]]''
| শ্রাবণ ১৩৩১ বঙ্গাব্দ
| ১০ই আগস্ট ১৯২৪ খ্রিস্টাব্দ
| এই গ্রন্থে ২৭ টি কবিতা রয়েছে। কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত ৫টি গ্রন্থের মধ্যে এটি অন্যতম।
|-
| ''[[ভাঙ্গার গান]]''
| শ্রাবণ ১৩৩১ বঙ্গাব্দ
| আগস্ট ১৯২৪ খ্রিস্টাব্দ
| বিদ্রোহাত্মক কাব্যগ্রন্থ। ১১ নভেম্বর ১৯২৪ তারিখে তৎকালীন বঙ্গীয় সরকার গ্রন্থটি বাজেয়াফত করে ও নিষিদ্ধ করে। ব্রিটিশ সরকার কখনো এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেননি।
|-
| ''[[চিত্তনামা]]''
| শ্রাবণ ১৩৩২ বঙ্গাব্দ
| আগস্ট ১৯২৫ খ্রিস্টাব্দ
|
|-
| ''[[ছায়ানট (কাব্য)|ছায়ানট]]''
| আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ
| ২১শে সেপ্টেম্বর ১৯২৫ খ্রিস্টাব্দ
| এতে রয়েছে নজরুলের ৫০টি কবিতা।
|-
| ''[[পুবের হাওয়া]]''
| মাঘ ১৩৩২ বঙ্গাব্দ
| ৩০শে জানুয়ারি ১৯২৬ খ্রিস্টাব্দ
|
|-
| ''[[সর্বহারা (কাব্যগ্রন্থ)|সর্বহারা]]''
| আশ্বিন ১৩৩৩ বঙ্গাব্দ
| ২৫শে অক্টোবর ১৯২৬ খ্রিস্টাব্দ
| সর্বহারা কাব্যগ্রন্থে ১০ টি কবিতা রয়েছে
|-
| ''[[ফণী-মনসা (কাব্যগ্রন্থ)|ফণী-মনসা]]''
| শ্রাবণ ১৩৩৪ বঙ্গাব্দ
| ২৯শে জুলাই ১৯২৭ খ্রিস্টাব্দ
| জিঞ্জীর কাব্যগ্রন্থে ১৬টি কবিতা রয়েছে
|-
| ''[[সঞ্চিতা (কাব্যগ্রন্থ)|সঞ্চিতা]]''
| আশ্বিন ১৩৩৫ বঙ্গাব্দ,
| ১৪ই অক্টোবর ১৯২৮ খ্রিস্টাব্দ
| আটাত্তরটি কবিতা ও সতেরোটি গান মিলে একটি কাব্য-সংকলন।
|-
| ''[[জিঞ্জীর]]''
| কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ, ।
| ১৫ই নভেম্বর ১৯২৮ খ্রিস্টাব্দ
|
|-
| ''[[সন্ধ্যা (কাব্যগ্রন্থ)|সন্ধ্যা]]''
| ভাদ্র ১৩৩৬ বঙ্গাব্দ
| ১২ই আগস্ট ১৯২৯ খ্রিস্টাব্দ
| ২৪টি কবিতা আর গান নিয়েই এই গ্রন্থ। বাংলাদেশের রণসংগীত “চল চল চল, উর্ধ গগণে বাঝে মাদল” এই বই থেকে নেয়া হয়েছে।
|-
| ''[[প্রলয় শিখা]]''
| অগ্রহায়ণ ১৩৩৭ বঙ্গাব্দ
| আগস্ট ১৯৩০ খ্রিস্টাব্দ
|
|-
| ''[[নির্ঝর]]''
| মাঘ ১৩৪৫ বঙ্গাব্দ
| ২৩শে জানুয়ারি ১৯৩৯ খ্রিস্টাব্দ
| এই গ্রন্থে মোট কবিতার সংখ্যা ২৫টি। নজরুল ইসলামের নির্ঝর বইকে অনেক সমালোচকের কাছে একটি ভাগ্যবিড়ম্বিত বই বলে মনে হয়েছে।
|-
| ''[[সঞ্চয়ন]]''
| ১৩৬২ বঙ্গাব্দ
| ১৯৫৫ খ্রিস্টাব্দ
|
|-
| ''[[শেষ সওগাত]]''
| বৈশাখ ১৩৬৫ বঙ্গাব্দ
| ১৯৫৯ খ্রিস্টাব্দ
|
|-
| ''[[ঝড় (কাব্যগ্রন্থ)|ঝড়]]''
| মাঘ ১৩৬৭ বঙ্গাব্দ
| জানুয়ারি ১৯৬১ খ্রিস্টাব্দ
| এতে রয়েছে নজরুলের ২৪টি কবিতা।
|}
*<ref name=ni/>
 
== কবিতা ও সংগীত ==
* [[দোলন-চাঁপা]] (কবিতা এবং গান) ১৯২৩<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE,_%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80_%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2|শিরোনাম=ইসলাম, কাজী নজরুল - বাংলাপিডিয়া|ওয়েবসাইট=bn.banglapedia.org|সংগ্রহের-তারিখ=2019-08-21}}</ref>
* [[বিষের বাঁশি]] (কবিতা এবং গান) ১৯২৪
* [[ভাঙ্গার গান]] (কবিতা এবং গান) ১৯২৪
* [[ছায়ানট (কাব্য)|ছায়ানট]] (কবিতা এবং গান) ১৯২৫
* [[চিত্তনামা]] (কবিতা এবং গান) ১৯২৫
* [[সাম্যবাদী]] (কবিতা এবং গান) ১৯২৫
* [[পুবের হাওয়া]] (কবিতা এবং গান) ১৯২৬
* [[সর্বহারা (কাব্যগ্রন্থ)|সর্বহারা]] (কবিতা এবং গান) ১৯২৬
* [[সিন্ধু হিন্দোল]] (কবিতা এবং গান) ১৯২৭
* [[জিঞ্জীর]] (কবিতা এবং গান) ১৯২৮
* [[প্রলয় শিখা]] (কবিতা এবং গান) ১৯৩০
* [[শেষ সওগাত]] (কবিতা এবং গান) ১৯৫৮
 
== সংগীত ==
৫০ ⟶ ১৬৩ নং লাইন:
 
== গল্পগ্রন্থ ==
{| class="wikitable"
* [[ব্যথার দান]] (ছোট গল্প) ১৯২২
|-
* [[রিক্তের বেদন (কাব্যগ্রন্থ)|রিক্তের বেদন]] (ছোট গল্প) ১৯২৫
! গ্রন্থ
* [[শিউলি মালা]] (গল্প) ১৯৩১
! প্রকাশকাল (বঙ্গাব্দ)
! প্রকাশকাল (খ্রিস্টাব্দ)
! বিষয়বস্তু
|-
| ''[[ব্যথার দান (গল্পগ্রন্থ)|ব্যথার দান]]''
| ফাল্গুন ১৩২৮ বঙ্গাব্দ
| ১লা মার্চ ১৯২২ খ্রিস্টাব্দ
| এটি নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ। এই গ্রন্থের গল্পগুলোর ভাষা আবেগাশ্রয়ী, বক্তব্য নরনারীর প্রেমকেন্দ্রিক।
|-
| ''[[রিক্তের বেদন]]''
| পৌষ ১৩৩১ বঙ্গাব্দ
| ১২ই জানুয়ারি ১৯২৫ খ্রিস্টাব্দ
| মোট ৮টি গল্প আছে এতে। উল্লেখযোগ্য - রাক্ষুসী
|-
| ''[[শিউলি মালা]]''
| কার্তিক ১৩৩৮ বঙ্গাব্দ
| ১৬ই অক্টোবর ১৯৩১ খ্রিস্টাব্দ
| এই গ্রন্থে মোট ৪টি গল্প আছে। উল্লেখযোগ্য - পদ্ম-গোখরো, জিনের বাদ্‌শা
|-
| ''[[হক সাহেবের হাসির গল্প]]''
|
|
| হাসির গল্প
|-
| ''[[সাপুড়ে (আখ্যান)|সাপুড়ে]]''
|
|
| আখ্যান
|}
*<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=https://nazrul-rachanabali.nltr.org/rachanasamargrasub.php?catid=2 |শিরোনাম= নজরুলের গল্প |তারিখ= ২৯ মে ২০২১ |ওয়েবসাইট=nltr.org |প্রকাশক=ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ |সংগ্রহের-তারিখ=২৯ মে ২০২১}}</ref>
 
== উপন্যাস ==
{| class="wikitable"
* [[বাঁধন হারা]] ১৯২৭
|-
* [[মৃত্যুক্ষুধা]] ১৯৩০
! উপন্যাস
* [[কুহেলিকা]] ১৯৩১
! প্রকাশকাল (বঙ্গাব্দ)
* [[জীবনের জয়যাত্রা]] ১৯৩৯
! প্রকাশকাল (খ্রিস্টাব্দ)
! বিষয়বস্তু
|-
| ''[[বাঁধন হারা]]''
| শ্রাবণ ১৩৩৪ বঙ্গাব্দ,
| আগস্ট ১৯২৭ খ্রিস্টাব্দ
| এটি একটি পত্রোপন্যাস। বাঁধন হারা নজরুল রচিত প্রথম উপন্যাস। করাচিতে থাকাকালীন তিনি 'বাঁধন হারা' উপন্যাস রচনা শুরু করেন।
|-
| ''[[মৃত্যুক্ষুধা]]''
| মাঘ ১৩৩৬ বঙ্গাব্দ
| জানুয়ারি ১৯৩০ খ্রিস্টাব্দ
| লেখক এতে তুলে ধরেছেন তৎকালিন দারিদ্র্য, ক্ষুধা, দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে সপরিবার মেজ-বৌয়ের মুসলিম থেকে খ্রিষ্টান ধর্ম গ্রহণ। নারী জীবনের দুবির্ষহ অন্ধকার এবং সমাজের বাস্তবচিত্র এই উপন্যাসে তুলে ধরা হয়।
|-
| ''[[কুহেলিকা]]''
| শ্রাবণ ১৩৩৮ বঙ্গাব্দ
| ২১শে জুলাই ১৯৩১ খ্রিস্টাব্দ।
| ই উপন্যাসের মধ্য দিয়ে নজরুলের রাজনৈতিক আদর্শ ও মতবাদ প্রতিফলিত হয়েছে।
|}
*<ref name=ni/>
 
 
== নাটক ==