খালেদ মোশাররফ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

 
== শিক্ষা ==
তিনি [[কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়]] থেকে ১৯৫৩ সালে মেট্রিক পাশ করেন<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://gunijan.org.bd/GjProfDetails_action.php?GjProfId=157 |লিপির-শিরোনাম=খালেদ মোশাররফ |শেষাংশ=Dola |প্রথমাংশ=Shamima |ওয়েবসাইট=[[গুলজান|গুলজান ট্রাস্ট]] |সংগ্রহের-তারিখ=20 June 2015}}</ref> এবং ১৯৫৫ সালে [[ঢাকা কলেজ]] থেকে ইন্টারমেডিয়েট পাশ করেন। অতঃপর তিনি পাকিস্তানের [[কাকুল মিলিটারি একাডেমী|কাকুল মিলিটারি একাডেমি]]তে যোগ দেন।
 
== সেনাবাহিনীতে মোশাররফ ==
 
১৯৫৭ সালে সেনাবাহিনীতে কমিশন লাভের পর প্রায় আট বছর (১৯৫৭-১৯৬৫) তিনি বিভিন্ন সেনা প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ লাভ করেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের সময় খালেদ মোশাররফ চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের অ্যাডজুটেন্ট হিসেবে নিয়োগ লাভ করেন। যুদ্ধের পর তিনি কাকুল মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে যোগ দেন। সেখান থেকে গ্রাজুয়েশনগ্র সম্পন্ন্যাজুয়েশনসম্পন্ন করার পর তিনি মেজর হিসেবে পদোন্নতি লাভ করেন। ১৯৬৮ সালে তিনি [[কোয়েটা]] স্টাফ কলেজ থেকে পি.এস.সি.পিএসসি ডিগ্রি লাভ করেন এবং তাকে ব্রিগেড মেজর হিসেবে খারিয়াতে ৫৭- ব্রিগেডে নিয়োগ দেওয়া হয়। তার যখন জার্মানি ও যুক্তরাজ্যে সেনা- প্রশিক্ষণে যাওয়া কথা, তখন ১৯৭০ সালের মার্চে তাকে ঢাকা বদলি করা হয়।
 
== মুক্তিযুদ্ধ ==
১৬১টি

সম্পাদনা