ঝলকারি বাঈ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সংশোধন
২ নং লাইন:
{{তথ্যছক ব্যক্তি
|name=ঝলকারী বাঈ
|image= File:Jhalkari bai.jpg
|caption=
|birth_date = {{জন্ম তারিখ|1830|11|22|df=yes}}
১১ নং লাইন:
|religion = [[হিন্দু]]
}}
 
जा कर रण में ललकारी थी,
 
वह तो झांसी की झलकारी थी ।
 
गोरों से लड़ना सिखा गई,
 
है इतिहास में झलक रही,
 
'''ঝলকারী বাঈ''' (জন্ম:- ২২ নভেম্বর ১৮৩০ ― মৃত্যু:- ৪ এপ্রিল ১৮৫৭) ঝাঁসির রানী লক্ষ্মী বাঈয়ের সৈন্যদের মধ্যে মহিলা শাখার দুর্গা দলের সেনাপতি ছিলেন। ঝলকারী বাঈ ও লক্ষ্মী বাঈ দুজনকেই দেখতে এক। ঝলকারীকে দেখে ইংরেজরাও কখনো বুঝতে পারেনি, যে ইনি লক্ষ্মী বাঈ নন। এই কারণে ঝলকারী বাঈ, [[রানী লক্ষ্মী বাঈ]]য়ের ছদ্দবেশ ধারন করে যুদ্ধ করতেন। এই ভাবে শত্রুকে বার বার ধোঁকা দিয়েছিলেন ঝলকারী বাঈ। তার জীবনের শেষ সময়েও তিনি রানী লক্ষ্মী বাঈয়ের ছদ্দবেশ ধারন করে যুদ্ধ করেছিল ও ইংরেজদের হাতে ধরা পড়েন। আর অন্যদিকে রানী লক্ষ্মী বাঈ তার রাজমহল থেকে বেরিয়ে যেতে সমর্থ হয়েছেন। ঝলকারী বাঈ প্রথম স্বাধীনতা সংগ্রামে ঝাঁসির রানীর সঙ্গে ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে অতুলনীয় বীরত্বের সাথে লড়াই করেছিলেন। অনেক লড়াইয়ে তারা ব্রিটিশদের পরাজিত করেছিল। যদি রানী লক্ষ্মী বাঈয়ের সৈন্যদের মধ্যে কেউ বিশ্বাসঘাকতা না করতো, তবে ঝাঁসির রাজমহল ইংরেজ সেনার হাতে আসা সম্ভব হতো না।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=বিস্মৃত বিপ্লবী|শেষাংশ=রায়|প্রথমাংশ=প্রকাশ|বছর=২০২১|প্রকাশক=নোশনপ্রেস [[চেন্নাই]] [[তামিলনাড়ু]]|অবস্থান=চেন্নাই|আইএসবিএন=৯৭৮-১-৬৩৮৭৩২-৪৮-৮}}</ref>