রাসেল মাহমুদ লিটন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হালনাগাদ করা হল
সম্প্রসারণ
২২ নং লাইন:
| nationalteam-update = ১০:৫২, ১৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)
}}
'''মোহাম্মদ রাসেল মাহমুদ লিটন''' (জন্ম: ৩০ নভেম্বর ১৯৯৪; '''রাসেল মাহমুদ''' নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী ফুটবলার যিনিপেশাদার [[গোলরক্ষকফুটবল খেলোয়াড়]] হিসাবেতিনি [[শেখবর্তমানে রাসেলবাংলাদেশের ক্রীড়াপেশাদার চক্র]]ফুটবল এবংলীগের শীর্ষ স্তর [[বাংলাদেশ জাতীয়প্রিমিয়ার লীগ (ফুটবল)|বাংলাদেশ দলপ্রিমিয়ার লীগের]] ক্লাব [[রহমতগঞ্জ এমএফএস|জাতীয়রহমতগঞ্জের]] দলেহয়ে [[গোলরক্ষক]] হিসেবে খেলেন।<ref>http://asia.eurosport.com/football/md-rasel-mahmud_prs403793/person.shtml</ref>
 
২০১৩–১৪ মৌসুমে, বাংলাদেশী ক্লাব [[মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র|মুক্তিযোদ্ধা সংসদের]] হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেছেন। ২০১৫–১৬ মৌসুমে তিনি [[শেখ রাসেল ক্রীড়া চক্র|শেখ রাসেলে]] যোগদান করেছেন। শেখ রাসেলে মাত্র ১ মৌসুম অতিবাহিত করার পর [[মোহামেডান স্পোর্টিং ক্লাব (ঢাকা)|ঢাকা মোহামেডানের]] সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি ৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন। পরবর্তীকালে, তিনি [[আবাহনী লিমিটেড (চট্টগ্রাম)|চট্টগ্রাম আবাহনীর]] হয়ে খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি চট্টগ্রাম আবাহনী হতে [[রহমতগঞ্জ এমএফএস|রহমতগঞ্জে]] যোগদান করেছেন।
 
২০১৪ সালে, লিটন [[বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল|বাংলাদেশ অনূর্ধ্ব-২৩]] দলের হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি একই বছরে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
 
==কর্মজীবন==