বাঁকুড়া সদর মহকুমা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৮৬ নং লাইন:
===শিক্ষাপ্রতিষ্ঠান===
নিম্নলিখিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বাঁকুড়া সদর মহকুমায় অবস্থিত:
* [[বাঁকুড়া বিশ্ববিদ্যালয়]] প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে।<ref>{{cite web| url = http://www.bankurauniv.ac.in/default.aspx |title = Bankura University | publisher= Bankura University| access-date = 14 December 2016}}</ref> বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের দু'টি ক্যাম্পাস রয়েছে। প্রধান ক্যাম্পাস পুরন্দরপুরে ৬০ নং জাতীয় সড়কের ধারে এবং অন্য ক্যাম্পাসটি রয়েছে বাঁকুড়ার [[পুয়াবাগান|পুয়াবাগানে]]।
* [[বাঁকুড়া]] শহরে অবস্থিত [[বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ]] ১৯২২ সালে একটি মেডিক্যাল স্কুল হিসেবে স্থাপিত হয়েছিল। ১৯৫৪ সালে এটি মেডিক্যাল কলেজ স্তরে উন্নীত হয়। ১৯৬১ সালে [[পশ্চিমবঙ্গ সরকার]] এই প্রতিষ্ঠানটির দায়িত্বভার গ্রহণ করে। ১৯৬৪ সালে এটির সঙ্গে ১৩১ শয্যাবিশিষ্ট বাঁকুড়া জেলা হাসপাতাল যুক্ত হয়।<ref>{{cite web| url = http://www.bsmedicalcollege.org.in/ |title = Bankura Sammilani Medical College | publisher= BSMC| access-date = 14 December 2016}}</ref>
* ১৯৯৮ সালে বাঁকুড়ার [[পুয়াবাগান|পুয়াবাগানে]] [[বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং]] প্রতিষ্ঠিত হয়। [[মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়]] অনুমোদিত এই প্রতিষ্ঠানে বিটেক ও এমটেক পাঠক্রমে পঠনপাঠন চলে।<ref>{{cite web| url = https://www.buie.ac.in/ |title = Bankura Unnayani Institute of Engineering | publisher= BUIE| access-date = 14 December 2016}}</ref>