বনগাঁ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৮৩ নং লাইন:
 
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল {{স্থানাঙ্ক|23.07|N|88.82|E|}}.<ref>[http://www.fallingrain.com/world/IN/28/Bangaon.html Falling Rain Genomics, Inc - Bangaon]</ref> সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৭&nbsp;মিটার (২২&nbsp;ফুট)।
 
বনগাঁ ইছামতি-রায়মঙ্গল সমভূমির অন্তর্গত, যা নিম্ন গঙ্গা বদ্বীপে অবস্থিত জেলার তিনটি ভূ-তাত্ত্বিক (ফিজিওগ্রাফিক) অঞ্চলের মধ্যে একটি। শহরের পরিপক্ব কালো বা বাদামী রঙের দোআঁশ থেকে সাম্প্রতিক পলিযুক্ত মাটি পরিলক্ষিত হয়।
 
== ইতিহাস ==
বাংলায় নীল বিদ্রোহের পরে ১৮৬২ সালের শেষের দিকে নদিয়া জেলার ম্যাজিষ্ট্রেট হর্সেল ও বারাসত জেলার ম্যাজিষ্ট্রেট অ্যাসলে ইডেন বনগাঁয় (তত্‌কালীন বনগ্রাম) আসেন। তাঁরা দুর্দশাগ্রস্ত নীল চাষিদের কাছে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বনগাঁ শহরকে কেন্দ্র করে [[বনগাঁ মহকুমা]] গঠনের ঘোষণা করেন। বনগাঁ মহকুমাটি ১৮৬৩ সালে তৎকালীন [[নদিয়া জেলা]]র একটি মহকুমা হিসাবে গড়ে ওঠে। প্রশাসনিক সুবিধার জন্য ১৮৮২ সালে বনগাঁ শহর সহ বনগাঁ মহকুমাকে নদিয়া জেলার থেকে পৃথক করে যশোহর জেলার সঙ্গে যুক্ত করা হয়।<ref name="আনন্দবাজার১">{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=তিন দিন পরে দেশে ফিরেছিল বনগাঁ |ইউআরএল=https://www.anandabazar.com/west-bengal/24-parganas/%E0%A6%A4-%E0%A6%A8-%E0%A6%A6-%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%A6-%E0%A6%B6-%E0%A6%AB-%E0%A6%B0-%E0%A6%9B-%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%97-1.99424 |সংগ্রহের-তারিখ=৭ এপ্রিল ২০২১ |এজেন্সি=আনন্দবাজার পত্রিকা |প্রকাশক=www.anandabazar.com |তারিখ=৭ এপ্রিল ২০২১}}</ref>