পরিচালন প্রক্রিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
বানান সংশোধন (By FindAndReplace)
১ নং লাইন:
{{Copyedit}}
 
'''পরিচালন প্রক্রিয়া''' বা '''শাসনপ্রক্রিয়া ''' বা '''শাসননীতি''' ({{lang-en|Governance}}) বলতে কোন সরকার, বাজার অথবা জোট কোন পরিবার, গোত্র, নিয়মতান্ত্রিক বা অনিয়মতান্ত্রিক কোন সংগঠন অথবা এলাকা পরিচালনার সাথে সংশ্লিষ্ট সমস্ত প্রক্রিয়াকে বোঝায়, যেগুলি সুসংগঠিত সমাজের আইন, প্রথা, ক্ষমতা ও ভাষা দিয়ে পরিচালিত হতে পারে। এটা নির্দেশ করে "কোনো সাংগঠনিক সমস্যাতে জড়িত কার্যকারকদের মধ্যকার মিথস্ক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহনের ব্যাপারগুলোকে যা নিয়ে যায় সামাজিক প্রথা ও সংস্থাসমূহের তৈরি, রক্ষনরক্ষণ ও পুনরুৎপাদনে।" সহজ ভাষায়, একে বর্ণনা করা যায় সজ্জিত সংস্থাসমূহের মধ্যে বিদ্যমান রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে।
 
একাধিক সত্তা যাদেরকে সাধারনত বলা হয় সরকারিকরন দেহ, তারা সরকারায়ন করতে পারে। সবচেয়ে সজ্জিত হচ্ছে [[সরকার]], একটি সত্তা যার একমাত্র [[দায়িত্ব]] ও [[আধিপত্য]] হচ্ছে বাধনযুক্ত সিদ্ধান্ত নেওয়া কোনো [[ভূরাজনৈতিক]] ব্যবস্থা (যেমন রাষ্ট্র) এর মধ্যে, আইন তৈরির মাধ্যমে। সরকারায়নের অন্যান্য রুপে থাকতে পারে একটি সংস্থা (যেমন একটি [[কর্পোরেশন]] যা সরকার স্বীকৃত আইনি সংস্থা, একটি সামাজিক-রাজনৈতিক সংগঠন (মোড়লত্ব, গোত্র, পরিবার, ধর্মীয় সূচকায়ন ইত্যাদি) অথবা জনগনের অসজ্জিত সংগঠন। ব্যবসা ও বহিঃব্যবসা সম্পর্কসমূহে, [[সরকারায়ন কাঠামো]]সমূহ [[সম্পর্কভিত্তিক চুক্তি]] দিয়ে তৈরি করা থাকে যার ফলে দীর্ঘমেয়াদি ঐক্যবদ্ধতা এবং উদ্ভাবনশীলতা উদ্ভব করানো হয়। দূর্বল সরকারায়নের ফলে চুক্তির ব্যর্থতা হতে পারে।