সৈয়দ শাহনুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
১৩ নং লাইন:
| occupation = কবি ও সাহিত্যিক
}}
'''সৈয়দ শাহনূর''' (জন্ম ১৭৩০ - মৃত্যু ১৮৫৪) একজন বাংলাদেশী মরমী কবি ও সাহিত্যিক। তিনি সাধক কবি ও পীর হিসেবে সমধিক পরিচিত। সৈয়দ শাহনূর বিরচিত আধ্যাত্মিক গান বাংলাদেশের মরমী ভুবনকে সমৃদ্ধ করেছে। [[সিলেটের মরমী সাহিত্য|সিলেটের মরমী সাহিত্যে]] সৈয়দ শাহ নুরকে সকলের উর্ধে স্থান দেয়া হয়। এছাড়া তত্বসংগীত রচনায় বাংলার বিখ্যাত কবি লাল সাহের পুর্বসুরী হিসেবে সৈয়দ শাহনুর অনুমিত হন।<ref>লাল সাহের পুর্বসুরী হিসেবে সৈয়দ শাহনুর অনুমিত। এখানে দেখুন [http://www.dcsunamganj.gov.bd/index.php?option=com_content&view=article&id=78&Itemid=88 (dcsunamganj)] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20110823125211/http://www.dcsunamganj.gov.bd/index.php?option=com_content&view=article&id=78&Itemid=88 |তারিখ=২৩ আগস্ট ২০১১ }}</ref> চৌধুরী গোলাম আকবর সাহিত্যভুষণ সহ গবেষকদের মতে সৈয়দ শাহনুরের রচিত আধ্যাত্মিক গান ভাববাদী মানুষকে আধ্যাতিক জগতের সন্ধান দিতে সহায়ক।<ref name="মরমী মানস" >সিলেটের মরমী মানস সৈয়দ মোস্তফা কামাল, প্রকাশনায়- মহাকবি সৈয়দ সুলতান সাহিত্য ও গবেষণা পরিষদ, প্রকাশ কাল ২০০৯</ref><ref name="সিলেট বিভাগ" >সিলেট বিভাগের ইতিবৃত্ত। মোহাম্মদ মুমিনুল হক। প্রাকাশনায় - সেন্টার ফর বাংলাদেশ রিসার্চ ইউ. কে. গ্রন্থ প্রকাশকাল, সেপ্টেম্বর ২০০১।</ref> বাংলা সাহিত্যের প্রথমিক যুগে সৈয়দ শাহনুর রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ '''নুর নছিয়ত'''। যা ছিল সিলেটের স্বতন্ত্র নাগরী লিপিতে লিখা অমুদ্রিত সুফী শাস্ত্র গ্রন্থ। রচনার সময় কাল ১২২৬ বাংলা মুতাবেকমোতাবেক ১৮১৯ খ্রিষ্টাব্দ । ৩০২ পৃষ্ঠায় রচিত এ গ্রন্থে ১০৮ টি গান, ৪১ ধাঁধা রয়েছে। এছাড়া রাগনূর, নূরের বাগান, সাত কন্যার বাখান ও মণিহার নামে আরও চারটি বই তিনি লিখেছেন।<ref name="সিলেট বিভাগ"/>
 
== পরিচিতি ==
১৯ নং লাইন:
 
== পারিবারিক জীবন ==
সৈয়দ শাহনূর দুটি বিয়ে করেন বলে ঐতিহাসিক ও গবেষকরা লিখেন। তিনি প্রথম বিয়ে করেন রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের মুহাম্মদ দরছ মিয়া চৌধুরীর কন্যা হামিদা খাতুনকে। পরে তিনি সুনামগঞ্জ জেলায় জগন্নাথপুর উপজেলার [[সৈয়দপুর গ্রাম|সৈয়দপুর গ্রামে]] বসবাস করেন এবংসেখানে বিয়ে করেন সামিনা বানুকে। [[সৈয়দপুর গ্রাম|সৈয়দপুরে]] কয়েক বছর বসবাসের পর শাহনূর আবার কদমহাটায় স্ত্রীসহ চলে আসেন এবং কদম হাটার নিকটে বিনেছিরিতে বসবাস করেন।<ref name="সিলেট বিভাগ" /> বিনেছিরি উল্লেখ্য সৈয়দ শাহ নুরের রচিত একটি গানে পাওয়া যায়ঃ{{cquote|"কদম হাটা বিনিছিরি -- শাহনুরে বানাইল বাড়ী<br /> শাহনুর থাকইন ছাড়ার পাড়াল মাঝে"}} উল্লেখিত বিনিছিরি মৌলভীবাজার জেলার কদমহাটা গ্রামে নিকট অবস্থিত এবং ছাড়াল পাড়া মুলত [[সুনামগঞ্জ|সুনামগঞ্জের]] [[জগন্নাথপুর উপজেলা|জগন্নাথপুর উপজেলার]] [[সৈয়দপুর গ্রাম|সৈয়দপুর গ্রামের]] ছোট একটি পাড়া বলে ঐতিহাসিক আসদ্দর আলী সহ অনেকের ধারনা। সৈয়দ শাহনুরের মাজার হবীগঞ্জহবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন জালালসাপ গ্রামে অবস্থিত। সৈয়দ শাহনুরের দুই ছেলে মঞ্জুর আলী ও তবারক আলী থেকে তার বংশবৃদ্ধি হয়ে জালাসাপ, বিনিছিরি ও [[সৈয়দপুর গ্রাম|সৈয়দপুরে]] বসবাস করছেন ।করছেন।<ref name="মরমী মানস" />
 
সৈয়দ শাহ্ নুরের মুর্শিদ শাহ্ মঞ্জুর আলী নূরের তো শেষ নাই,নূর নাম খালি।
নূরের তো শেষ নাই,নূর নাম খালি।
পীরের পীর ভজিয়া কহি শাহ্ চান্দের চরণ
মুর্শিদ শাহ্ মঞ্জুর আলী পীর শাহ্ চান্দ